ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ট্রেডিং উইন্ডোতে আসন্ন আইপিএল ২০২৬ সিজনকে সামনে রেখে দলগুলো স্কোয়াড শক্তিশালী করতে ব্যস্ত সময় পার করছে। এরই মধ্যে বড় একটি আলোচনার জন্ম দিয়েছে ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে ঘিরে সম্ভাব্য ট্রেড চুক্তি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো নিশ্চিত করেছে, সানরাইজার্স হায়দরাবাদ তাদের এই তারকা পেসারকে লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) কাছে ছাড়তে সম্মত হয়েছে।

২০২৫ আইপিএলের মেগা নিলামে ১০ কোটি রুপিতে শামিকে দলে নিয়েছিল হায়দরাবাদ। একই অঙ্কের সম্পূর্ণ নগদ অর্থে শামিকে স্কোয়াডে ভেড়াতে আগ্রহী লখনউ সুপার জায়ান্টস। তবে দুই দল সমঝোতায় পৌঁছালেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে শামির ব্যক্তিগত সম্মতির ওপর।
আইপিএল ২০২৬ সামনে রেখে সব দলকে আগামীকাল ভারতীয় সময় দুপুর ৩টার মধ্যে ‘রিটেইনড’ ও ‘রিলিজড’ খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে। এরপরই প্রকাশ হবে নিলামে নিবন্ধিত ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা।
জাতীয় দল থেকে লম্বা সময় অনুপস্থিত রয়েছেন মোহাম্মদ শামি। মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর আর ভারতের স্কোয়াডে জায়গা হয়নি তার। রঞ্জি ট্রফিতে খেললেও ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও সুযোগ পাননি।
আরও পড়ুনঃ সিলেট টাইটান্সে: ওমরজাই,মেন্ডিস,মোহাম্মদ আমির এবং মঈন আলী
আইপিএলের গত মৌসুমে শামির পারফরম্যান্স ভালো ছিল না। সানরাইজার্সের হয়ে ১৪ ম্যাচের মধ্যে খেলেছেন মাত্র ৯টি, হাতে এসেছে ৬ উইকেট। বোলিং গড় ৫৬.১৬ এবং ইকোনমি রেট ছিল ১১.২৩। পাঞ্জাব কিংসের বিপক্ষে ৭৫ রান খরচ করা তার স্পেলটি আইপিএল ইতিহাসের দ্বিতীয় ব্যয়বহুল স্পেল হিসেবে রেকর্ড হয়েছে।
আইপিএল ২০২৬ সিজনের আগে শামির দলে পরিবর্তন ঘটবে কি না—এখন তা অপেক্ষার বিষয়।