লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচকে ছাপিয়ে সকল ফুটবল প্রেমীদের আগামী বুধবার টিভি স্ক্রিনে চোখ আটকে থাকবে পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচে। সম্ভবত এই মৌসুমের সবচেয়ে বড় জমজমাট ম্যাচ উপভোগ করতে যাচ্ছে দর্শকরা। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলই হলো এই বায়ার্ন ও পিএসজি।

বায়ারন মিউনিখ বনাম পিএসজি | ছবিঃ সংগৃহীত
আগামী বুধবার (৫ই নভেম্বর) পিএসজির পার্ক দেস প্রিন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এই ম্যাচটি যে জিতবে তারা পৌছে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। তাছাড়া কে এইবারের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতার সবচেয়ে বড় দাবিদার,সেটাও প্রমাণ হয়ে যাবে।
২০২৫/২৬ মৌসুমে বায়ার্ন হারেনি একটি ম্যাচও। বুন্দেসলিগা,ডিএফবি পকাল ও চ্যাম্পিয়নস লিগ সব যায়গায় ছিল বায়ার্নের আধিপত্য। এই মৌসুমের ট্রেবল জিতার অন্যতম দাবিদার। বায়ার্ন এই মৌসুমে টানা ১৪টি ম্যাচের ধারা বজায় রেখেছে। যা শীর্ষ ৫ লিগের কোনো ক্লাবের এই রেকর্ড নেই। শেষ ম্যাচে বুন্দেসলিগায় লেভারকুজেনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে।
পিএসজি সবার উপরে:
২০২৪/২৫ মৌসুমে ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়নস লিগ জিতেছিল লুইস এনরিকের ছেলেরা। এই মৌসুমেও চোখ রাঙ্গাচ্ছে বাকি দলগুলোকে। লিগ ওয়ান এবং চ্যাম্পিয়নস লিগের উভয় পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি।
আরও পড়ুনঃ ভারত ও নেপাল ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষনা করল বাফুফে
শেষ ৫ ম্যাচের ফর্ম:
বায়ার্ন মিউনিখ টানা ১৪ ম্যাচ জিতার ধারা বজায় রেখেছে। যা তাদের শেষ ৫ ম্যাচের ফলাফল কেমন,তা বলার অপেক্ষা রাখেনা। অপরদিকে পিএসজি শেষ ৫ ম্যাচে ৩টি জয় ও ২টি ড্র করেছে। উভয় দলেরই নেই কোনো পরাজয়। তবে এই ম্যাচ শেষে একটি দলকে হারতেই হবে।
বায়ার্ন মিউনিখ ও পিএসজি একে আপরের বিপক্ষে ১০ বার মুখোমুখি হয়েছে। সেখানে ৭বার জয় নিয়ে হেড টু হেডে দাপট দেখাচ্ছে বায়ার্ন। অপরদিকে পিএসজি জিতেছে মাত্র তিনটি ম্যাচ। শেষ দেখা হয়েছিল এই দুইয়ের ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে। সেখানে বায়ার্ন ২-০ হেরেছিল পিএসজির কাছে।
বায়ার্ন মিউনিখ: ৪-২-৩-১
নয়ার(অধিনায়ক+গোলরক্ষক),লাইমার,তাহ,উপোমেকানো,স্টানিসিচ,কিমিখ,গোরেটজকা,ওলিসে,গেনাব্রি,দিয়াজ,কেইন।
পিএসজি: ৪-৩-৩
শেভালিয়ার(গোলরক্ষক),মেন্ডেস,পাকো,যাবার্নি,হাকিমি(অধিনায়ক),নেভেস,ভিটিনহা,যাইর এমেরি,বার্কোলা,মায়ুলু,খাবারাতশ-খেলিয়া
বায়ার্ন এই মৌসুমে যেভাবে ফর্মে রয়েছে। তার জন্য বায়ার্নকে এগিয়ে রাখতেই হবে। তাই বলা যায় বায়ার্ন ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে নিবে।
পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ লাইভ দেখার সহজ উপায়। টিভিতে TNT 2 এবং Sony Liv লাইভ সমপ্রচার করবে। তাছাড়া Disney+ থেকে অনলাইনে সমপ্রচার করা হবে। তবে Disney+ সাবসক্রিপশন ক্রয় করে ম্যাচটি উপভোগ করতে হবে।