আসন্ন ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম । ছবিঃ সংগৃহীত
গত দুই ম্যাচে ঘরে হার ও বাহিরে হংকং চায়নার সাথে ড্রয়ের ফলে এশিয়ান কাপ ২০২৭ এর আশা ভঙ্গ হয় বাংলাদেশ ফুটবল দলের। তবে আশা ভঙ্গ হয়েছে বিদায় বাকি ম্যাচগুলোকে গুরুত্বহীন ভাববে,তার কোনো সুযোগ নাই। তাই ক্যাবরেররার শিষ্যরা জয় ছাড়া কিছু দেখছেনা।
বাংলাদেশের প্রাথমিক দল:
| পজিশন | খেলোয়াড়ের নাম |
| গোলরক্ষক | মিতুল মারমা,মেহেদী হাসান শ্রাবণ,সুজন হোসেন |
| ফরওয়ার্ডস | রাকিব হোসেন,আল আমিন,ফয়সাল ফাহিম,ইব্রাহিম,আরমান ফয়সাল আকাশ,শাহরিয়ার ঈমন |
| ডিফেন্ডার | টপু বর্মণ,তারিক কাজী,সাদ উদ্দিন,তাজ উদ্দিন,জায়ান আহমেদ,রহমত মিয়া,শাকিল আহাদ তপু,মেহেদী মিঠু,আব্দুল্লাহ ওমর সজীব |
| মিডফিল্ডার | হামজা চৌধুরী,শমিত শোম,জামাল ভূঁইয়া,এমডি রিদয়,শেখ মোরসালিন,কাজেম শাহ,মোঃ সোহেল রানা (জুনিয়র),সোহেল রানা (সিনিয়র) |