বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: ওডিআইতে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: ওডিআইতে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ

  • প্রকাশিত হয়েছে: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

Keasy carty,west indies,west indies t20 team,বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ,বাংলাদেশ বনাম উইন্ডিজ।
৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন কেসি কার্টি | ছবি: গেটি ইমেজ
                       

ওডিআইতে রীতিমতো ছেলেখেলা করলো বাংলাদেশকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজে ৩-০ ব্যবধানে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান সিরিজের পর এবার ওয়েস্ট ইন্ডিজের সাথেও হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হলো বাংলাদেশকে।

Keasy carty,west indies,west indies t20 team,বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ,বাংলাদেশ বনাম উইন্ডিজ।

৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন কেসি কার্টি | ছবি: গেটি ইমেজ


ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ শুরুটা বরাবরের মতই ওপেনাররা পিচে বেশিক্ষণ টিকতে পারেনা,সেটা আজও ধরে রেখেছিল। শুরুতেই ৯ রানের মধ্যেই হারায় দুই ওপেনার লিটন ০(২) এবং তানজিদ ০(৫)। কিন্ত সেখান থেকে মিরাজ ও সৌম্য মিলে ৩য় উইকেটে ১৩৬ রানে পার্টনারশিপ করে। সৌম্য  ৭৩(৭৩) রান করে থামেন। মিরাজ তার ৭৭(৭৩) রানে রান আউটের শিকার হন। আফিফ ১৫(২৯) করে ফিরলে,মাহমুদউল্লাহ ৮৪*(৬৩) ও জাকির ৬২*(৫৭) দলের হাল ধরে। তারা শেষ পর্যন্ত টিকে থেকে ৩২১ রানের বড় লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের জন্য ছুড়ে দেয়।

 

এই ম্যাচে মাহমুদউল্লাহ তার ব্যাক্তিগত ও দলের হয়ে ২টি রেকর্ড ভাঙ্গেন ও গড়েন। তিনি এখন বাংলাদেশের ওডিআই ফর্মেটে সবচেয়ে বেশি ছক্কা (১০৭*)হাকানো খেলোয়াড়,তিনি টপকে গেছেন তামিম ইকবালকে। এর পাশাপাশি তিনি ও জাকির মিলে ৬ষ্ঠ উইকেটের পার্টনারশিপের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন। যা তারই আরেক সতীর্থ ইমরুল কায়েসের সঙ্গে ছিল ১২৮ রান। আজ তিনি ও জাকির ১৫০ রানের পার্টনারশিপ করেন।

 

১টি রান আউটের পাশাপাশি,ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ৪টি উইকেট নিতে সক্ষম হয়েছে। আলজারি জোসেফ ২টি উইকেট নিয়েছেন এবং বাকি দুই উইকেট ১ টি করে নেন মতি ও রাদারফোর্ড।

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ,Bangladesh vs west Indies,

রাদারফোর্ডের উইকেট নেওয়ার পর তাসকিনের উদযাপন | ছবি: সিডব্লুআই


৩২১ রানের জবাবে,ওয়েস্ট ইন্ডিজও শুরুটা ভাল করতে পারেনি। ১৯ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম উইকেট হারায়। মিরাজ ও লিটনের সাহায্যে রান আউট হন ব্রান্ডন কিং ১৫(১০)। নাসুম আহমেদ বাংলাদেশকে খানিক বাদে ২য় উইকেট ব্রেকথ্রু এনে দেয়। উইন্ডিজ অধিনায়ক শাই হোপকে ৩(৬) ফিরান হাসান মাহমুদ। দলীয় ৮৬ রানের মাথায় বিগ-ফিশ রাদারফোর্ডকে ফিরান তাসকিন আহমেদ। কিন্তু এরপর উইন্ডিজ ব্যাটাররা তাদের ধৈর্যের পরিচয় দেয়। কেসি কার্থি ও সদ্য অভিষেক হওয়া আমির ১৩২ রানের বিশাল পার্টনারশিপ করেন। যা বাংলাদেশের জন্য ঝুঁকি হয়ে যাচ্ছিল। তবে শেষমেশ রিশাদ হোসেনের বলে কাটা পড়েন কেসি কার্থি ৯৫(৮৮)।

আরও পড়ুন: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফরের একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

বাঁহাতি এই ব্যাটসম্যান অভিষেকেই ঝোড়ো সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন স্মরণীয় এক জয়।৮৩ বলে জাঙ্গুর অপরাজিত ১০৪ রানের সঙ্গে কিসি কার্টির ৯৫ আর গুড়াকেশ মোতির ঝোড়ো ৪৪ রানের সুবাদে বাংলাদেশের দেওয়া ৩২২ রানের লক্ষ্য ৪ উইকেট ও ২৫ বল হাতে রেখে টপকে গেছে ক্যারিবীয়রা, যা এই মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ রান সফলভাবে তাড়া করার রেকর্ড। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।

এই সিরিজ হারে বাংলাদেশ ১০ বছর পর সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজের কাছে। শেষ ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠেই,মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল ৩-০ তে সিরিজ খুইয়েছিল। আর দলীয় এরকম হোয়াইট ওয়াশের শিকার শেষবার নিউজিল্যান্ডের সাথে হতে হয়েছিল ২০২১ সালে।

, , ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে