বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফরের একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফরের একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮৩৮ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

Bangladesh vs west indies,BAN vs WI,বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ,
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ | ছবি: ক্রিকইনফো
                       

পাকিস্তানের সাথে সেই তাদের ঘরের মাঠে টেস্টে বাংলাদেশের হারানোর পর,বাংলাদেশের ঝুলিতে আর বলার মতো কিছুই নেই। এরপর ভারত সফরে লজ্জা,নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার তান্ডব এবং শেষ আফগানিস্তানের সাথেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হার। বাংলাদেশ হারের বৃত্ত থেকে বের হতে,আগেই রওনা দিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। শান্ত’বাহিনীরা চাইবে একটি সুখকর মুহুর্ত ফিরিয়ে আনতে – টাইগার শিবিরে।

Bangladesh vs west indies,BAN vs WI,বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ,

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ | ছবি: ক্রিকইনফো


আগামী শুক্রবার (২২শে নভেম্বর) থেকে ১ম টেস্ট দিয়ে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের খেলা শুরু হচ্ছে। বাংলাদেশ সময় রাত ৮টায় অ্যান্টিগায় টাইগাররা মাঠে নামবে।২য় টেস্ট খেলার জন্য জ্যামাইকাতে ভ্রমন করতে হবে শান্ত-মিরাজদের। শনিবার (৩০শে নভেম্বর) ২য় টেস্ট বাংলাদেশ সময় রাত টায় আরম্ভ হবে।

৪ ডিসেম্বর টেস্ট শেষ করে,সেন্ট কিটসে পারি জমাবে বাংলাদেশ। সেখানে একই ভেন্যুতে ৩টি ওডিআই খেলবে বাংলাদেশ। ৮ই,১০ই ও ১২’ই ডিসেম্বর বাংলাদেশ সময় ঠিক রাত ৭:৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ

»বিপিএল ২০২৫: দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি

এরপর ১৬ই,১৮ই ও ২০শে ডিসেম্বর সেন্ট ভিন্সেন্টে তিনটি টি-টোয়েন্টি খেলে,ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করবে টিম বাংলাদেশ। এরপর দেশে ফিরে টাইগার খেলোয়াড়রা বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রস্তুতি সেরে নিবে। কেননা ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে,বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্ট (বিপিএল)।

একনজরে দেখে নিন বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সময়সূচিঃ

টেস্ট সিরিজ:

তারিখম্যাচসময়ভেন্যু
২২-২৬ নভেম্বরের১ম টেস্টরাত ৮টাঅ্যান্টিগা
৩০-০৪ ডিসেম্বর২য় টেস্টরাত ৮টাজ্যামাইকা

ওয়ানডে সিরিজ

তারিখম্যাচসময়ভেন্যু
০৮ ডিসেম্বর১ম ওয়ানডেরাত ৭ টা ৩০ মিনিটসেন্ট কিটস
১০ ডিসেম্বর২য় ওয়ানডেরাত ৭ টা ৩০ মিনিটসেন্ট কিটস
১২ ডিসেম্বর৩য় ওয়ানডেরাত ৭ টা ৩০ মিনিটসেন্ট কিটস

টি-টোয়েন্টি সিরিজ

তারিখম্যাচসময়ভেন্যু
১৬ ডিসেম্বর১ম টি-২০ভোর ৬টাসেন্ট ভিনসেন্ট
১৮ ডিসেম্বর২য় টি-২০ভোর ৬টাসেন্ট ভিনসেন্ট
২০ ডিসেম্বর৩য় টি-২০ভোর ৬টাসেন্ট ভিনসেন্ট

, ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে