বিপিএল ২০২৫: দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি

বিপিএল ২০২৫: দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি

  • প্রকাশিত হয়েছে: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৩২৮ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

বিপিএল ২০২৫,বিপিএল,বিপিএল ২০২৫ সময়সূচি,বাংলাদেশ প্রিমিয়ার লীগ,
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ সময়সূচি | ছবি: সংগৃহীত
                       

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল ২০২৫,আসছে আগামী মাসের শেষ দিকে ৩০ ডিসেম্বর শুরু হবে। বিপিএলের ১১তম আসরে অংশগ্রহণ করবে ৭টি দল। তবে এবারের আসরে থাকছেনা,বিপিএলের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস। বিপিএল ২০২৫ এর উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুরবার রাজশাহীর মধ্য দিয়ে টুর্নামেন্টির পর্দা উঠছে।

বিপিএল ২০২৫,বিপিএল,বিপিএল ২০২৫ সময়সূচি,বাংলাদেশ প্রিমিয়ার লীগ,

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ সময়সূচি | ছবি: সংগৃহীত


বিপিএলের এবারের আসরে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগাং কিংস, খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স- এই ৭টি দল অংশ নেবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিপিএলের গ্রুপ পর্বে একই ভেন্যুতে প্রতিদিন দুটি করে ম্যাচ রয়েছে। যেখানে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। তবে শুক্রবারের ম্যাচগুলো হবে দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায়। ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। যেখানে ঢাকায় দুটি এবং সিলেট ও চট্টগ্রামে একটি করে পর্ব থাকবে।

আরও পড়ুন:

বিপিএল ২০২৫ এ কে কোন দলে দেখে নিন

টি-টোয়েন্টিতে সর্বপ্রথম দল হিসেবে ১০০তম হাররের রেকর্ড বাংলাদেশ ক্রিকেট

বিপিএলের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়। ৩০ ডিসেম্বর ৩ জানুয়ারি পর্যন্ত মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকা পর্ব শেষে সিলেটে পাড়ি জমাবে দলগুলো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিলেট পর্ব শেষে শুরু হবে চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষে পুনরায় ঢাকায় ফিরবে দলগুলো। মিরপুরে শেষ পর্বে ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফাইনালসহ বাকী ১৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

দেখে নিন একনজরে ২০২৫ বিপিএলের সময়সূচিঃ

ঢাকা পর্ব:


তারিখম্যাচভেন্যুসময়
৩০ ডিসেম্বরফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীঢাকাদুপুর ১টা ৩০
৩০ ডিসেম্বররংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালঢাকাসন্ধ্যা ৬টা ৩০
৩১ ডিসেম্বরখুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংসঢাকাদুপুর ১টা ৩০
৩১ ডিসেম্বরসিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্সঢাকাসন্ধ্যা ৬টা ৩০
২ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালঢাকাদুপুর ১টা ৩০
২ জানুয়ারিফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সঢাকাসন্ধ্যা ৬টা ৩০
৩ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম চিটাগাং কিংসঢাকাদুপুর ২টা
৩ জানুয়ারিঢাকা ক্যাপিটাল বনাম খুলনা টাইগার্সঢাকাসন্ধ্যা ৭টা

 

সিলেট পর্ব:

তারিখম্যাচভেন্যুসময়
৬ জানুয়ারিসিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্সসিলেটদুপুর ১টা ৩০
৬ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম ফরচুন বরিশালসিলেটসন্ধ্যা ৬টা ৩০
৭ জানুয়ারিরংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসিলেটদুপুর ১টা ৩০
৭ জানুয়ারিফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্সসিলেটসন্ধ্যা ৬টা ৩০
৯ জানুয়ারিফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সসিলেটদুপুর ১টা ৩০
৯ জানুয়ারিঢাকা ক্যাপিটাল বনাম চিটাগাং কিংসসিলেটসন্ধ্যা ৬টা ৩০
১০ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্সসিলেটদুপুর ২টা
১০ জানুয়ারিঢাকা ক্যাপিটাল বনাম সিলেট স্ট্রাইকার্সসিলেটসন্ধ্যা ৭টা
১২ জানুয়ারিখুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্সসিলেটদুপুর ১টা ৩০
১২ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালসিলেটসন্ধ্যা ৬টা ৩০
১৩ জানুয়ারিচিটাগাং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্সসিলেটদুপুর ১টা ৩০
১৩ জানুয়ারিরংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্সসিলেটসন্ধ্যা ৬টা ৩০

 

চট্টগ্রাম পর্ব:

তারিখম্যাচভেন্যুসময়
১৬ জানুয়ারিফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালচট্টগ্রামদুপুর ১টা ৩০
১৬ জানুয়ারিখুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংসচট্টগ্রামসন্ধ্যা ৬টা ৩০
১৭ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম সিলেট স্ট্রাইকার্সচট্টগ্রামদুপুর ২টা
১৭ জানুয়ারিরংপুর রাইডার্স বনাম চিটাগাং কিংসচট্টগ্রামসন্ধ্যা ৭টা
১৯ জানুয়ারিফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংসচট্টগ্রামদুপুর ১টা ৩০
১৯ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্সচট্টগ্রামসন্ধ্যা ৬টা ৩০
২০ জানুয়ারিঢাকা ক্যাপিটাল বনাম সিলেট স্ট্রাইকার্সচট্টগ্রামদুপুর ১টা ৩০
২০ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম চিটাগাং কিংসচট্টগ্রামসন্ধ্যা ৬টা ৩০
২২ জানুয়ারিঢাকা ক্যাপিটাল বনাম চিটাগাং কিংসচট্টগ্রামদুপুর ১টা ৩০
২২ জানুয়ারিফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্সচট্টগ্রামসন্ধ্যা ৬টা ৩০
২৩ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্সচট্টগ্রামদুপুর ১টা ৩০
২৩ জানুয়ারিখুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্সচট্টগ্রামসন্ধ্যা ৬টা ৩০

 

ঢাকা পর্ব:

তারিখম্যাচভেন্যুসময়
২৬ জানুয়ারিফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্সঢাকাদুপুর ১টা ৩০
২৬ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্সঢাকাসন্ধ্যা ৬টা ৩০
২৭ জানুয়ারিফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্সঢাকাদুপুর ১টা ৩০
২৭ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম সিলেট স্ট্রাইকার্সঢাকাসন্ধ্যা ৬টা ৩০
২৯ জানুয়ারিরংপুর রাইডার্স বনাম চিটাগাং কিংসঢাকাদুপুর ১টা ৩০
২৯ জানুয়ারিফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালঢাকাসন্ধ্যা ৬টা ৩০
৩০ জানুয়ারিরংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্সঢাকাদুপুর ১টা ৩০
৩০ জানুয়ারিচিটাগাং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্সঢাকাসন্ধ্যা ৬টা ৩০
১ ফেব্রুয়ারিঢাকা ক্যাপিটাল বনাম খুলনা টাইগার্সঢাকাদুপুর ১টা ৩০
১ ফেব্রুয়ারিফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংসঢাকাসন্ধ্যা ৬টা ৩০

 

নক-আউট স্টেজ:

তারিখম্যাচভেন্যুসময়
৩ ফেব্রুয়ারিএলিমিনেটরঢাকাদুপুর ১টা ৩০
৩ ফেব্রুয়ারিকোয়ালিফায়ার-১ঢাকাসন্ধ্যা ৬টা ৩০
৫ ফেব্রুয়ারিকোয়ালিফায়ার-২ঢাকাসন্ধ্যা ৬টা ৩০
৭ ফেব্রুয়ারিফাইনালঢাকাসন্ধ্যা ৭টা

, , ,


1 Comment

  1. রাফি খান says:

    ধন্যবাদ,এত অসাধারণভাবে বিস্তারিত ভাবে বিপিএল ২০২৫ এর সূচি প্রকাশ করার জন্য।

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে