সফরকারী বাংলাদেশকে ১ ম্যাচ হাতে রেখেই, ওডিআই সিরিজ নিজেদের নামে করে নিয়েছে কিউয়িরা। এবার নিউজিল্যান্ড তাদের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে, ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে।
হাটুর ইনজুরির কারনে, টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবেনা ক্যান উইলিয়ামসনকে। তার আরও এক সতীর্থ কাইল জ্যামিসনও মিস করবেন হ্যামেস্ট্রিং ইনজুরির কারনে। উইলিয়ামসনের না থাকার কারনে,দলকে নেতৃত্ব দিবেন বাহাতি স্পিন অলরাউন্ডার মিচেল সেন্টনার।
আগামী ২৭ ডিসেম্বর নেপিয়ারে,প্রথম টি-টোয়েন্টি সিরিজের জন্য বল মাঠে গড়াবে। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুই টি-টোয়েন্টির মাধ্যমে, বাংলাদেশ নিউজিল্যান্ড সফর শেষ করবে,যেখানে কিনা বাংলাদেশ টেস্ট ইতিহাস গড়েছিল নিউজিল্যান্ডের সাথে, মাউন্ট মঙ্গানুইয়ে।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াডঃ
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।