৩য় ওয়ানডেতে লিটন বাদ,জাকির ডাক পেয়েছে

৩য় ওয়ানডেতে লিটন বাদ,জাকির ডাক পেয়েছে

  • প্রকাশিত হয়েছে: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৯৩ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

                       

গতকাল (২য় ওয়ান্ডে) শেষে নতুন টিম সিলেক্টরের তত্ত্বাবধানে সিরিজের শেষ ও ৩য় ওয়ান্ডের দল ঘোষণা কর হয়। যেখানে টানা ব্যর্থতার দায়ে লিটন দাসকে বাদ দিয়ে,তার বদলি হিসেবে টি-টোয়েন্টিতে চমক দেখানো জাকির আলি অনিককে দলে নেয়া হয়।

বাজে ফর্মের কারনে শেষ ওয়ানডেতে বাদ লিটন,প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেলো জাকির

বাজে ফর্মের কারনে শেষ ওয়ানডেতে বাদ লিটন,প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেলো জাকির | ছবি: সংগৃহীত


জাকির আলি অনিক লিস্ট এ ক্রিকেটে ৩৫ এর বেশি গড়ে ২ হাজারের কাছাকাছি রান করেছে। তাছাড়া তার মধ্যে দায়িত্ব নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে।

 

লিটন দাসকে মূলত বাদ দেওয়া হয়েছে তার সাম্প্রতিক ফর্মের কারনে। চলমান সিরিজে তিনি একবারও রানের খাতা খুলতে পারেনি। এমনকি গত ২০ ইনিংসে একজন ওপেনার হওয়া সত্বেও তার মাত্র ২টি ফিফটি। তাছাড়া স্কোয়াডে ২জন ব্যাক-আপ ওপেনার হিসেবে ছিল তনজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়। হয়তো এবার তাদের সুযোগ মিলবে।

আরও পড়ুন: মাহমুদউল্লাহ রিয়াদই সেরা

 

একনজরে তৃতীয় ওয়ানডের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও জাকের আলী অনিক।

, ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে