চ্যাম্পিয়নস লিগ মানেই বারতি উন্মাদনা। এখানে সকল দেশের সকল চ্যাম্পিয়নরা জড়িত হয় এবং সেরার সেরা নির্ধারণ করা হয়। সেই ধারাবাহিকতায় ২০২৩-২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনালের প্রথমভাগের অর্থাৎ ৪ দলের খেলা অনুষ্ঠিত হয়েছিল। এর আগে দলগুলো গ্রুপ পর্ব ও রাউন্ড অফ ১৬ এর মতো বাধাগুলো টপকে এখানে আসে। সেখানে স্প্যানিশ দুই ক্লাব বার্সেলোনা ও আতলেটিকো মাদ্রিদ ছিটকে গেছে এই মৌসুম থেকে এবং পিএসজি ও ডর্টমুন্ড কেটেছে সেমির টিকিট।
চ্যাম্পিয়নস লিগ যেহেতু ঘরের মাঠ ও বিপক্ষ দলের মাঠে, ২টি ম্যাচের মাধ্যমে ফলাফল নিশ্চিত করা হয়। তারই ফলশ্রুতিতে বার্সেলোনা ১ম লেগে পিএসজির ঘরের মাঠে খেলতে গিয়েছিল। সেখানে জাভি হার্নান্দেজের শিষ্যরা স্বস্তি নিয়েই ঘরে ফিরে। রাফিনহার জোড়া গোলে,৩-২ তে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে বার্সেলোনা,কিন্তু নিজেদের ঘরের মাঠে পিএসজির কাছে বিধ্বস্ত হতে হয় বার্সেলোনাকে। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ২য় লেগে ৩-১ গোলের জয় পায় পিএসজি এবং ২ লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে পিএসজি জিতে ফাইনাল থেকে আর ১ ধাপ পিছনে রয়েছে।
অপরদিকে আরেক স্প্যানিশ ক্লাব আতলেটিকো মাদ্রিদ বিধ্বস্ত হয় ডর্টমুন্ডের ঘরের মাঠে। ১ম লেগে ২-১ এ লিড রেখেও ২য় লেগে ৪(৫)-২(৪) এ হেরে সোজা বাড়ির পথ ধরতে হয়েছে গ্রিজম্যান,মোরাতাদের। জুলিয়ান ব্রান্ট শেষ থেকেই শুরু করেছে। ডর্টমুন্ডের কোচ এবার কোনো ভুল করেনি। কারন ১ম লেগে ব্রান্টকে ২য় ভাগে সাবস্টিটিউট হিসেবে নামানো হয় এবং তিনি তার দক্ষতার জানান দেন। ২য় লেগের প্রথমার্ধ ডর্টমুন্ড শেষ করে ২-০ এর লিড নিয়ে। কিন্তু বিরতি থেকে ফিরে ডর্টমুন্ড একটি ওউন গোল হজম করে ম্যাট হুমেলসের কল্যানে। তবে সেখান থেকে সাবিস্টার ও জার্মান ফরোয়ার্ড ফুলকুর্গের গোলে ডর্টমুন্ড স্বস্তিতে ফিরে।
এভাবেই আজ বিদায় নিল দুই স্প্যানিশ জায়ান্ট ক্লাব। আগামীকাল অর্থাৎ দিবাগত-রাত ১টায় মুখোমুখি হবে বায়ার্ন ২-২ আর্সেনাল ও সিটি ৩-৩ রিয়াল।