এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজ হারালো ওয়েস্ট ইন্ডিজ। গত বছর ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে বাংলাদেশ তাদের করেছিল হোয়াইট ওয়াশ। এবার ওয়েস্ট ইন্ডিজের সামনেও আছে সেই সুযোগ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে মাত্র ১৪ রানে।

লিটন দাস। ছবি- সংগৃহীত
আজ (বুধবার) চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। তার জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৩৫ রানে। যার ফলে ম্যাচটি জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজ। আর এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করতে পারে মাত্র। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে দুইটি অর্ধশত রান আসে অলিক আথানজে (৫২) ও শাই হোপ (৫৫)। উইন্ডিজরা শুরুটা ভাল করলেও শেষ ১০ ওভারে খেইল হারিয়ে ফেলে।
পাওয়ার-প্লেতে মাত্র ১টি উইকেট হারিয়ে ৫০ রান তুলে ক্যারিবিয়রা। সেই জুটি ভাঙ্গে দলীয় ১০৬ রানে। আথানজিকে ফেরানোর পর একই ওভারে রাদারফোর্ডকে নাসুম ফেরান গোল্ডেন ডাক উপহার দিয়ে। সেইখান থেকেই মূলত ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশ।
নাসুমকে অনুসরণ করে রিশাদ হোসেনও জ্বলে উঠে। যে কিনা তার প্রথম ওভারে ১৫ রান খরচ করেছিল। তবে দ্বিতীয় ওভারে এসেই বাজিমাত। গত ম্যাচে স্লগ ওভারে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করা ব্যাটার রোভমান পাওয়েল (৩) ও জেসন হোল্ডার (৪) ফিরায় রিশাদ। সেই ওভারে রিশাদ মাত্র ২ রান দিয়েছিল।
উইন্ডিজকে ১৪৯ রানে বাধতে মুস্তাফিজুর রহমান ৩টি,রিশাদ হোসেন ও নাসুম ২টি এবং তাসকিন আহমেদ ১টি উইকেট শিকার করেন।
আরও পড়ুনঃ উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষনা করল বাংলাদেশ,না খেলেই বাদ সৌম্য
পরে ব্যাট করতে এসে বাংলাদেশের শুরুটা ভাল হয়নি। এশিয়া কাপ থেকে উঠতি তারকা ওপেনার সাইফ হাসান এইদিন সুবিধা করতে পারেনি। সাইফ মাত্র ১১ বলে ৬ রান করে আউট হন। তিন নম্বরে নেমে লিটন দলের হাল টেনে ধরলেও বেশিক্ষণ টিকতে পারেননি। আকিল হোসেইনের বলে ১৭ বলে ২৩ রান করে ফেরেন বাংলাদেশী স্কিপার লিটন। পাওয়ার-প্লেতে বাংলাদেশ ১ উইকেট খুইয়ে ৩৭ রান তুলে।
লিটনকে হারাবার পর তাওহিদ রূদয় ও তামিমের মধ্যকার ৩৭ রানের জুটি হয়। রূদয় ও ফিরে যায় ১৪ বলে ১২ করে। এরপর দলীয় ১১৭ রানের মাথায় ৪৮ বলে ৬১ রান করে ওপেনার তামিমও ফিরেন। জয়ের খুব কাছ থেকে জাকেরও ফিরে যায় ১৮ বলে ১৭ করে ফিরেন। পরের ওভারে হোল্ডারের প্রথম বলে ২ রানে আউট হয়ে ফিরেন শামিম হোসেন পাটওয়ারী।
শেষ ওভারে ২১ রান প্রয়োজন ছিল বাংলাদেশ। সেখানে রিশাদ ১৯ ওভারের তৃতীয় বলে ছয় হাকাতে যেয়ে লং অফে ধরা খান। রিশাদ ডাক মেরে প্যাভিলিয়নে ফিরলে বাহাতি নাসুম ব্যাট করতে আসেন। জয়ের পরিসংখ্যান ছিল ৩ বলে ৩ ছক্কা হাঁকাতে হবে। তবে নাসুম বাংলাদেশকে জয়ের বন্দরে নিতে পারেননি। বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে পারে। যার ফলে এই ম্যাচ ১৪ রানে হারের সাথে সাথে ১ ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল ও শেফার্ড ৩টি করে উইকেট শিকার করেন এবং হোল্ডার ২টি।