ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজ হারাবার পর,এখন টাইগারদের চট্টগ্রামে মিশন টি-টোয়েন্টি। শেষবার ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। তাছাড়া এই টি-টোয়েন্টি সিরিজে দীর্ঘ সময় বাদ চোট কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক লিটন দাস। এই অভিজ্ঞ বেটার চোটের আগে শেষ ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে।

বাংলাদেশ ক্রিকেট দল | ছবিঃ সংগৃহীত
গতকাল ২৩ই অক্টোবর (বৃহস্পতিবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ম ও ২য় টি-টোয়েন্টি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। লিটন কুমার দাস দলে ফেরায়,গত সিরিজে খেলা সাইফুদ্দিন বাদ পড়লেন স্কোয়াড থেকে। সাইফুদ্দিন ছাড়া পুরো দল অপরিবর্তিত রয়েছে এশিয়া কাপ স্কোয়াডের অনুসারে।
এশিয়া কাপের আগে ও পরে মিলিয়ে টানা চার সিরিজ জিতেছে বাংলাদেশ টি-টোয়েন্টিতে। যার ফলস্বরূপ ক্রিকেট বোদ্ধারা যারা বলেছিল,এশিয়া কাপের গ্রুপ স্টেজ থেকেই বাদ যাবে বাংলাদেশ। সেখানে সুপার ফোর পর্যন্ত পৌছে গিয়েছিল।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই দলেরই খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জেতার পর টি-টোয়েন্টিতেও ভালো করবার প্রয়াস থাকবে বাংলাদেশের।
আগামী ২৭ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ২৯ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ৩১ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।
প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।