বাংলাদেশ বনাম উইন্ডিজ: ৭ রানে জয় ১ম টি-টোয়েন্টিতে টাইগারদের

বাংলাদেশ বনাম উইন্ডিজ: ৭ রানে জয় ১ম টি-টোয়েন্টিতে টাইগারদের

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭১ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

bangladesh,west indies,bangladesh vs west indies,বাংলাদেশ বনাম উইন্ডিজ,
মাহাদির ৪ উইকেট'ই বাংলাদেশের ক্রুশাল পয়েন্ট ছিল । ছবিঃ ক্রিকেট উইন্ডিজ
                       

বাংলাদেশের বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। আজ(সোমবার) বাংলাদেশের ক্রিকেটাররাও জয় নিয়ে মাঠ ছেড়েছে। প্রায় ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ। বাংলাদেশের এই মধুর স্মৃতিচারণের দিনটিকে আরও মধুর করে তুল্লো ক্রিকেট প্রেমীদের জন্য টাইগাররা।

bangladesh,west indies,bangladesh vs west indies,বাংলাদেশ বনাম উইন্ডিজ,

মাহাদির ৪ উইকেট’ই বাংলাদেশের ক্রুশাল পয়েন্ট ছিল । ছবিঃ ক্রিকেট উইন্ডিজ


বাংলাদেশ বনাম উইন্ডিজ

টসে হেরে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে হয়। লিটন টসের সময় বলছিলেন,তারা এই পিচে ১৮০+ রান করতে চান। অপরদিকে স্বাগতিক উইন্ডিজ কাপ্তান রোভমান পাওয়েলও বলেছেন পিচ ভাল দেখছেন,তাই তিনি বাংলাদেশ কেমন ব্যাটিং করে সেটা দেখতে চান। তাই টসে জিতে তিনি বাংলাদেশকে ব্যাট করতে স্বাগতম জানান।

 

বাংলাদেশের ওপেনাররা আরও একবার ব্যর্থ। এই কথাটাই বোধহয়,বাংলাদেশ ক্রিকেটের জন্য জনপ্রিয় ডায়লগে রূপ নিয়েছে। কারন প্রতি ম্যাচেই বাংলাদেশের ওপেনাররা ধারাবাহিক পতন করে। পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে মোটে ৩২ রান তুলতে পারে বাংলাদেশের ব্যাটাররা। তবে খাদের কিনারা থেকে উঠান জাকির(২৭),সৌম্য(৪৩),শামীম(২৭) ও মাহাদীরা(২৬)। দলকে সম্মানসূচক রান এনে দিতে এই চার ব্যাটার বড় ভূমিকা রাখেন।

 

বাংলাদেশকে কম রানে আটকে রাখতে বড় ভূমিকা পালন করে আকিল হোসাইন ও অবেত মেকয়। তারা দু’জনই ২টি করে উইকেট শিকার করেন। এছাড়াও শেফার্ড ও চেস ১টি করে উইকেট নেন।

 

বাংলাদেশকে হারাতে উইন্ডিজদের প্রয়োজন ছিল মাত্র ১৪৭ রান। কিন্তু শুরুতেই ব্রেকধ্রু এনে দেন তাসকিন আহমেদ। যার ফলে উইন্ডিজরা চাপে পড়ে যায়। তাই পরের ওভারেও মাহাদীর কাছে উইকেট দিয়ে ফিরে নিকোলাস পুরান(১)। এরপর নিয়মিত বিরতিতে উইকেটের পতন হতে থাকে উইন্ডিজদের। এরই মধ্যে মাহাদী হাসান তার নামের পাশে এক হালী (৪)উইকেট যোগ করে ফেলে।

আরও পড়ুনঃ

বিপিএল ২০২৫: দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফরের একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

এরপর উইন্ডিজ অধিনায়ক খেপাটে হয়ে যায়। তবে তাকে ইনিংসের শেষ ওভারে,যখন উইন্ডিজরা জিত্তে ওভারে ১০ রান দরকার,তখনই তাকে প্যাভিলিয়নে ফিরান হাসান মাহমুদ। ১ বল বাকি থাকতেই হাসানের বলে বোল্ড হয়ে যান আলজারী জোসেফ। যার ফলে বাংলাদেশ শ্বাসরুদ্ধকর ম্যাচে সাত রানে জয় পায়।

 

ম্যাচ সেরা হয়েছেন ব্যাট হাতে ২৬(২৪) রান ও ৪ উইকেট শিকার মাত্র ১৩ রানের খরচায় মাহাদী হাসান। হাসান ও তাসকিন নিয়েছেন ২টি করে উইকেট। এছাড়াও ১টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। আজ সাকিব বেশ খরুচে ছিলেন। ৪ ওভার বল করে ৪৭ রান হজম করেছেন।

 

বাংলাদেশ এই জয়ের মধ্যদিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল। ২য় টি-টোয়েন্টি খেলতে ১৮ ডিসেম্বর(বুধবার) সকাল ৬টায় কিংসটাউনে মাঠে নামবে টাইগাররা।

, , ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে