পর্তু‌গাল বনাম আর্মে‌নিয়া: রোনালদোর বিশ্ব‌কাপের স্ব‌প্ন শেষ?
Ad Banner

পর্তু‌গাল বনাম আর্মে‌নিয়া: রোনালদোর বিশ্ব‌কাপের স্ব‌প্ন শেষ?

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

ক্রিস্টিয়ানো রোনালদো
                       

রোনালদোর শেষ বিশ্বকাপের মূল পর্বে যেতে পর্তুগাল  আজ টিকে থাকার লড়াইয়ে নামবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোনালদোকে মিস করবে পর্তুগাল। কারনটা গত ম্যাচে রোনালদো লাল কার্ড দেখায়,পরবর্তী(আজকের) ম্যাচ খেলতে পারবেনা। ফিফা বিশ্বকাপ ২০২৬ ইউরোপীয় দেশ থেকে কোয়ালিফাই করতে পর্তুগাল আজ গ্রুপ-এফ থেকে নিজেদের শেষ ম্যাচটি খেলবে।

ক্রিস্টিয়ানো রোনালদো

মূলত পর্তুগাল গত ম্যাচে আয়ারল্যান্ডের ঘরের মাঠ ডাবলিনে ২-০ গোলের ব্যবধানে হারায় সমীকরণের মারপ্যাচে পড়ে গিয়েছে। গ্রুপ-এফ এ পাঁচ ম্যাচ শেষে এখনও ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল। তার মধ্যে লিভারপুল তারকা মিডফিল্ডার সাবজলাইয়ের হাঙ্গেরি ৮,আয়ারল্যান্ড ৭ ও সবার তলানিতে আর্মেনিয়া।

 

রোনালদো বিহীন পর্তুগিজরা আজ রবিবার নিজেদের ঘরের মাঠ পোর্তোর স্টাদিও ডু ডাগাও স্টেডিয়ামে আর্মেনিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে। এই ম্যাচটি পর্তুগাল জয়লাভ করলে কোনে বাধা-বিপত্তি ছাড়াই ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্বে যায়গা করে নিবে। তবে ড্র কিংবা হারলেই বিপদ।

আরও পড়ুনঃ বাংলাদেশ বনাম ভারত প্রিভিউ: এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সম্ভাব্য একাদশ ও ম্যাচ বিশ্লেষণ

পর্তুগালের সামনে যা সমীকরণঃ

 

দৃশ্যপট:১ পর্তুগাল এই ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১৩। সেখানে আয়ারল্যান্ড বনাম হাঙ্গেরি ম্যাচে হাঙ্গেরি জিতলে পয়েন্ট হবে ১২। আর আর্মেনিয়া পর্তুগালের সাথে হেরে ৩ পয়েন্ট ও আয়ারল্যান্ড হাঙ্গেরির কাছে হেরে ৭ পয়েন্টই থেকে যাবে। যার ফলে পর্তুগাল সরাসরি বিশ্বকাপে যায়গা করে নিবে।

 

দৃশ্যপট:২ পর্তুগাল এই ম্যাচ হারলে পয়েন্ট ১০ই থেকে যাবে। সেখানে আয়ারল্যান্ড বনাম হাঙ্গেরি ম্যাচে হাঙ্গেরি জিতলে পয়েন্ট হবে ১২। আর আর্মেনিয়া পর্তুগালের সাথে জিতে ৬ পয়েন্ট ও আয়ারল্যান্ড হাঙ্গেরির কাছে হেরে ৭ পয়েন্টই থেকে যাবে। যার ফলে পর্তুগালের থেকে হাঙ্গেরির পয়েন্ট বেশি হবে। তাই হাঙ্গেরি সরাসরি মূলপর্বে চলে যাবে। আর পর্তুগাল বাদ না পরলেও,খেলতে হবে দ্বিতীয় রাউন্ড। আর সেখান থেকে ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করলেও শক্তিশালী গ্রুপে পড়বে।

 

দৃশ্যপট:৩ পর্তুগাল এই ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১৩। সেখানে আয়ারল্যান্ড বনাম হাঙ্গেরি ম্যাচে ড্র হলে। হাঙ্গেরির পয়েন্ট হবে ৯। আর আর্মেনিয়া পর্তুগালের সাথে হেরে ৩ পয়েন্ট ও আয়ারল্যান্ড হাঙ্গেরির সাথে ড্র করে পয়েন্ট হবে ৮। যার ফলে পর্তুগাল সরাসরি বিশ্বকাপে যায়গা করে নিবে।

 

উদাহরণ দিলে এরকম বেশকিছু হিসাব-নিকাশ হতে পারে। তবে পর্তুগালের জন্য সবচেয়ে সহজ রাস্তা হবে ম্যাচ জিতে ফেরা। যদি না তারা কঠিন গেরাজালে পড়তে চায়। কিন্তু আমার বা/জি পর্তুগাল নিজেদের ঘরের মাঠের ফায়দা লুটে জিতে ফিরবে। আপনারও কি তাই মনে হয়? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।

, , , , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে