লিটন দাস ও তানজিদ হাসান তামিম মিলে আজ(রবিবার) ২২ গজে বহু রেকর্ড ভেঙ্গেছেন,গড়েছেন। তানজিদ তামিম পেয়েছেন তার টি-২০ ক্যারিয়ারে দ্বিতীয় শতকের দেখা। অপরদিকে লিটন দাস পেয়েছেন তার প্রথম শতকের দেখা টি-২০তে। তাছাড়াও এই দুই ওপেনার বেশ কিছু রেকর্ডের শাক্ষী হয়েছেন। ঢাকা ক্যাপিটালস শেষ পর্যন্ত ১৪৯ রানের বিশাল জয় পায়।
২৪১ রানের জুটি গড়েছেন লিটন দাস (বাঁয়ে) ও তানজিদ হাসান | শামসুল হক
আজ রবিবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে রাজশাহী টসে জিতে ঢাকাকে ব্যাটিং করতে আমন্ত্রণ পাঠায়। ব্যাটিংয়ে এসে তান্ডব চালাতে থাকে ঢাকার দুই ওপনার তামিম ও লিটন। তাদের এই লম্বা জুটি থামে ১১৮ বলে ২৪১ রানের মধ্য দিয়ে। এই জুটি স্বীকৃত টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটেই দ্বিতীয় সর্বোচ্চ। গত বছরের ফেব্রুয়ারিতে জাপানের দুই ওপেনার কাদোওয়াকি-ফ্লেমিং ও ইয়ামামোতো-লেকের, চীনের বিপক্ষে অপরাজিত ২৫৮* রানের জুটি সর্বোচ্চ। তবে বিপিএলের ১ম উইকেটের জুটি(২০১*) এবং দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ (২০১*) রানের রেকর্ড টপকে গেছেন তামিম ও লিটন। শেষে সাব্বির ২ বল খেলে ৭ রান করে অপরাজিতই থেকে যান। রাজশাহীর হয়ে ১টি উইকেট শিকার করেন শফিউল ইসলাম। ঢাকা রাজশাহীকে ২৫৫ রানের লক্ষ্য ছুড়ে দেয়।
জবাবে রান রেটের চাপে এবং তারাহুরোয় রাজশাহীর ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়ে। ১০৫ রানেই গুটিয়ে যায় রাজশাহী। যার ফলে ঢাকা পায় ১৪৯ রানের বিশাল জয়। যা বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের জয়। আগের রেকর্ড ছিল ১১৯। যা ২০১২-১৩ মৌসুমে সিলেট রয়্যালসের বিপক্ষে চিটাগাং কিংসের। রাজশাহীকে অল্প রানে বেধে ফেলতে ২ উইকেট করে শিকার করেন আবু-জাহেদ রাহী,মুকিদুল ইসলাম মুগ্ধ,মোসাদ্দেক হোসেইন ও ফারমানুল্লাহ। মোস্তাফিজুর রহমান ১টি উইকেট পান।
আরো পড়ুনঃ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ বাংলাদেশ স্কোয়াড ঘোষনা,আছে ২ চমক
এর আগে ব্যাটিংয়ে,রায়ার্ন বার্লের ৩২ বলে ৪৭,সাব্বির হোসেইন ১১(১২),সানজামুল ১১(৯) ও ইয়াসির রাব্বীর ১৭(১৩) ছাড়া বলার কিছু নেই। বাকি সবাই ফিরে গেছেন ডাবল ফিগারে পৌছানোর আগেই।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড
টসঃ রাজশাহী (বল)
ঢাকাঃ ২৫৪/১(২০)
লিটন ১২৫*(৫৫),তামিম ১০৮(৬৪);শফিউল ৪-০-৬২-১
রাজশাহীঃ ১০৫/১০(১৫.২)
বার্ল ৪৭*(৩২),রাব্বী ১৭(১৩);রাহী ৩-০-১৫-২,মোসাদ্দেক ৩-০-১৬-২
ম্যাচসেরাঃ লিটন কুমার দাস
ফলাফলঃ ঢাকা ১৪৯ রানে জয়ী।