৯ বছরের দীর্ঘ যাত্রার সমাপ্তি লিভারপুলে ইয়ুর্গেন ক্লপের

৯ বছরের দীর্ঘ যাত্রার সমাপ্তি লিভারপুলে ইয়ুর্গেন ক্লপের

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ২০ মে, ২০২৪
  • ৬৩ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

ইয়ুর্গেন ক্লপ,ইয়ার্গান ক্লপ,লিভারপুল কোচ
৯ বছরের লিভারপুলে দীর্ঘ ক্যারিয়ার শেষ করলেন ইয়ুর্গেন ক্লপ | ছবি: ফেসবুক

জার্মানির স্টুটগার্ট শহরে বেড়ে ওঠা এক বালক,যিনি কিনা ১৯৬৭ সালের ১৬ই জুন জন্মগ্রহণ করেন। কেইবা জানতো তিনি হবেন ইংলিশ ক্লাব লিভারপুল ইতিহাসের সেরা কোচদের একজন। কথা বলছিলাম ইয়ুের্গেন ক্লপকে নিয়ে।

ইয়ুর্গেন ক্লপ,ইয়ার্গান ক্লপ,লিভারপুল কোচ

৯ বছরের লিভারপুলে দীর্ঘ ক্যারিয়ার শেষ করলেন ইয়ুর্গেন ক্লপ | ছবি: ফেসবুক


২০১৫ সালে জার্মানির ক্লাব ব্রুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ক্লাব লিভারপুলে পাড়ি জমিয়েছিলেন তিনি। তার কোচিং ক্যারিয়ার শুরুটা হয় জার্মানির আরেক ক্লাব মিয়ানজকে দিয়ে,বছরটা ছিল ২০০১ সন।

 

প্রিমিয়ার লিগে তিনি মোট ৩৩৪ ম্যাচে ম্যানেজার হিসেবে থেকে ২০৯ জয়,৭৮ টা ড্র এবং মাত্র ৪৭ ম্যাচে পরাজয় লাভ করেন। যদি তার পুরো ক্যারিয়ার নিয়ে বলি,তাহলে ৪৯০ ম্যাচে ৩০৪ জয়,১০০ হারের সাথে আছে মাত্র ৮৬ ম্যাচে পরাজয়।

আরও পড়ুনঃ কিলিয়ান এমবাপ্পে কি রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন? এমবাপ্পে সাগা কি শেষ হবে?

লিভারপুলের হয়ে তিনি জয় করেছেন সবরকমের ট্রফি। যদি শিরোপা ও সালগুলো গুছিয়ে বলি,তাহলে ঠিক এমন দেখা যায়:

 

এফএ কাপ – ২১/২২

প্রিমিয়াম লিগ – ১৯/২০

চ্যাম্পিয়নস লিগ – ১৮/১৯

লিগ কাপ – ২১/২২

উইয়েফা সুপার কাপ – ১৯/২০

ফিফা ক্লাব বিশ্ব কাপ – ২০১৯ (কাতার)

প্রিমিয়ার লিগ এশিয়া ট্রফি – ২০১৭

কমিউনিটি শিল্ড – ২২/২৩

 

লিভারপুল গতকাল(রবিবার) হারালো তাদের সময়ের সেরা কোচকে। গোটা ৯টা বছর ক্লপ লিভারপুলকে দুহাত ভরে দিয়েছেন। ৫৬ বছরে এসে,প্রবীণ বয়সে ১ বছরের জন্য গেলেন বিশ্রামে। কথা দিয়েছেন তিনি ফিরবেন। তার যায়গায় নতুন কোচ হিসেবে লিভারপুল নিয়োগ দিয়েছে আর্নে সল্টকে।

 

তিনি ফেয়ারওয়েল অনুষ্ঠানে বলেন,”আজকের পর, আমিও একজন সমর্থক বনে যাবো। আশা রাখি, সমর্থক হিসেবে নিজের ভূমিকাটা রাখতে পারবো।

 

আমি কখনো একা হাঁটিনি। তুমি কখনো একা হাঁটবেনা। লিভারপুল কখনো একা হাঁটবেনা।”।

, ,

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে