সিলেট স্ট্রাইকার্সের পর এবার নিশ্চিত হল ঢাকা ক্যাপিটালসের বিদায়ও। আজ বুধবার (২৯ জানুয়ারি) রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফ প্রায় নিশ্চিতই করেই ফেলেছে চিটাগং কিংস। আর এই হারই ঢাকার বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে। হাতে থাকা দুই ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়েছে রাজধানীর এই দলটি।
৬ জয়ে প্লে-অফে এক পা দিয়ে রাখল চিটাগং। ছবি- সংগৃহীত
বিপিএল ২০২৫ আসরের ঢাকায় শেষ পর্বে নিজেদের ১০ম ম্যাচে রংপুর রাইডারসের মুখোমুখি হয়েছিল চিটাগং কিংস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ২.২ ওভার ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় চিটাগং।
রান তাড়ায় নেমে শুরুতেই আকিফ জাভেদের আগ্রাসী বোলিংয়ে উইকেট হারায় চিটাগং। লাহিরু মিলন্থ ১২ বলে ৬ এবং গ্রাহাম ক্লার্ক ১২ বলে ১৫ রান করে ফিরে যান। তবে পারভেজ হোসেন ইমন প্রথমে মিথুনের সঙ্গে ৩৪ এবং পরে হায়দার আলীর সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে দলকে সামনের দিকে এগিয়ে নেন।
আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ বাংলাদেশ স্কোয়াড ঘোষনা,আছে ২ চমক
৪৩ বলে ৪১ রান করে বিদায় নেন পারভেজ, তবে এরপর হায়দার আলীর ঝড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় চিটাগংয়ের। ইনিংসের ১৭তম ওভারের প্রথম চার বলে টানা চারটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন এই পাকিস্তানি অলরাউন্ডার। মাত্র ১৮ বলে ১ চার ও ৬ ছক্কার সাহায্যে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি।
এছাড়া মিথুনের ব্যাট থেকে আসে ২০ রান। রংপুরের হয়ে আকিফ জাভেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন দুজনই দুটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ১৪৩/৫ (২০ ওভার)
চিটাগং কিংস : ১৪৮/৫ (১৭.৪ ওভার)
ফলাফল: চিটাগং কিংস ৫ উইকেটে জয়ী