Chittagong Kings Vs Sylhet Strikers: সিলেটকে ৩০ রানে হাড়াল চিটাগং

Chittagong kings vs Sylhet strikers: সিলেটকে ৩০ রানে হাড়াল চিটাগং

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪০ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

chittagong kings vs sylhet strikers,
জাকের আলীর হাসি ভুল বোঝাতে পারে। তাঁর দল সিলেট নয়, জিতেছে চিটাগং কিংস। জাকের অপরাজিত ছিলেন ২৩ বলে ৪৭ রান করে | শামসুল হক
                       

Chittagong Kings vs Sylhet Strikers: বিপিএল (২০২৫) এইবারের আসরে সিলেটে পর্বের শেষ দিনে(সোমবার),স্বাগতিক সিলেট দিনের খেলায় মুখোমুখি হয়েছিল চিটাগং কিংসের। চিটাগং সেই ম্যাচটি ৩০ রানে জিতে নেয় সিলেটের বিপক্ষে।

chittagong kings vs sylhet strikers,

জাকের আলীর হাসি ভুল বোঝাতে পারে। তাঁর দল সিলেট নয়, জিতেছে চিটাগং কিংস। জাকের অপরাজিত ছিলেন ২৩ বলে ৪৭ রান করে | শামসুল হক


সিলেট টসে জিতে বোলিং করবার সিদ্ধান্ত নেয়। চিটাগং ব্যাটিং ইনিংস শেষে ২০৩ রান তুলে ৬ উইকেট হারিয়ে। ওপেনার উসমান খান ভাল শুরু করলেও তার ওপেনিংয়ে সঙ্গী পারভেজ হোসেন ঈমন ১০ বলে ৭ করে ফিরেন। এরপর দলীয় ১০০ রানের মাথায় উসমান খান ৫৩(৩৫) রান করে ফিরেন। এরপরে সেই উসমান খানের দেখানে পথেই হাটেন গ্রাহাম ক্লার্ক। তিনি ৩৩ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। শেষে হাইদার আলীর ৪২*(১৮) রানের ক্যামিওতে বড় লক্ষ্য সেট করতে পারে সিলেটের জন্য।

READ MORE: চ্যাম্পিয়ন্স‌ ট্রফি ২০২৫ বাংলাদেশ স্কোয়াড ঘোষনা,আছে ২ চমক

সিলেটের বোলিং ইনিংসে তানজিম সাকিব ২ উইকেট এবং ১টি করে উইকেট নেন নাহিদুল ইসলাম,রুয়েল মিয়া ও আরিফুল হক। সিলেটের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন রুয়েল মিয়া। এই বোলার ৪ ওভারে ৪৮ রান দিয়েছেন।

 

২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে এসে সিলেট প্রথমেই চাপে পড়ে যায়। পাওয়ার-প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে ঘুরে দাড়ায় সিলেট জর্জ মানসেই ও জাকের আলীর অনিকের ব্যাটে। তবে সেখানে ওয়াসিম জুনিয়র চিটাগংয়ের থেকে ম্যাচ বেড় হয়ে যেতে দেননি। জর্জ মানসেই ৩৭ বলে ৫২ করে আউট হয়ে গেলে,ম্যাচ আবারও চিটাগংয়ের দিকে হেলে পড়ে। জাকের আলী শেষ পর্যন্ত চেস্টা করেও ২৩  বলে ৪৭ করে অপরাজিত ছিলেন। কিন্তু তার দল ৩০ রানে হেরে যায়।

 

চিটাগংয়ের বোলিং ইনিংসে ওয়াসিম জুনিয়র ৩টি,আলিস আল ইসলাম ২টি এবং ১টি করে উইকেট নেন নাবিল সামাদ,শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

 

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ

 

চিটাগংঃ ২০৩/৬ (২০)

ক্লার্ক ৬০(৩৩),উসমান খান ৫৩(৩৫); সাকিব ৪-০-৩৮-২,নাহিদুল ৪-০-৩০-১

 

সিলেটঃ ১৭৩/৮ (২০)

মানসেই ৫২(৩৭),জাকের ৪৭(২৩); ওয়াসিম ৪-০-২৫-৩,আলিস ৪-০-৩৬-২

 

ম্যাচসেরাঃ গ্রাহাম ক্লার্ক।

ফলাফলঃ চিটাগং ৩০ রানে জয়ী।

, ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে