বিপিএল ২০২৫: সিলেটের ২০৫ রানের লক্ষ্য ১ ওভার থাকতেই টপকালো রংপুর

বিপিএল ২০২৫: সিলেটের ২০৫ রানের লক্ষ্য ১ ওভার থাকতেই টপকালো রংপুর

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫১ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

বিপিএল,বিপিএল ২০২৫,সিলেট বনাম রংপুর,রংপুর,সিলেট,
বিপিএলে রংপুর এবং সিলেট ম্যাচ। ছবি- সংগৃহীত
                       

আজ সোমবার (৬ জানুয়ারি,২০২৫) সিলেট পর্বে পৌছিয়েছে বিপিএল। দিনের খেলায় স্বাগতিক সিলেটের বিপরীতে খেলতে নেমেছিল রংপুর। টসে হেরে স্বাগতিকদের ব্যাটিং করতে হয় প্রথমে।রনির ভাল শুরুতে সিলেট শেষ পর্যন্ত ২০৫ রান তুলতে পারে। তবে সেই রানকে পাত্তা না দিয়ে রংপুর ১ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায়।

বিপিএল,বিপিএল ২০২৫,সিলেট বনাম রংপুর,রংপুর,সিলেট,

বিপিএলে রংপুর এবং সিলেট ম্যাচ। ছবি- সংগৃহীত


সিলেট পাওয়ারপ্লেতে ১ উইকট হারিয়ে ৫৫ রান বোর্ডে তুলে। রনি এই ম্যাচে ৩২ বলে ৫৪ রান করেন। জাকির হাসান মাঝে এসে ৩৮ বলে ৫০ করে ফিরেন। শেষে আমেরিকান পাওয়ার হিটার এরোন জনস ৩৮*(১৯) এবং জাকের আলি ২০*(৫) রানের ঝড়ে ২০৫ এর বড় সংগ্রহ করতে পারে।

মোহাম্মদ সাইফুদ্দিন এই ম্যাচে ৩১ রানের খরচায় নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন আকিফ জাবেদ ও মাহেদি হাসান। তবে রংপুরের বোলাররা এইদিন ব্যয়বহুল ছিলেন।

 

কিন্তু সিলেটের বোলারদের মনে হয় হিংসে হচ্ছিল যে,রংপুরের বোলাররা এত মার খেল।তারা কেন পিছিয়ে থাকবেন। ২০৫ রানের বিশাল লক্ষ্য রংপুর টপকে যায় ১ ওভার বাকি থাকতে। যদি সিলেটের বোলিংকার্ড বলি, অধিনায়ক আরিফুল ৩ ওভার বল করে ৫১ রান দিয়েছেন,পাননি কোনো উইকেটের দেখা। নাহিদুজ্জামান ৪ ওভার বল করে ৪৪ রান উইকেটবিহীন। আলামিন ৪ ওভারে ৫৩ উইকেট বিহীন। রিইস টপলি ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে উইকেটের দেখা পাননি। তবে দুই ইনিংস মিলিয়ে হিসাব করলে,সবচেয়ে ভাল বোল করেছে তানজিম হাসান সাকিব। তিনি ৪ ওভার বল করে মাত্র ২৩ রান কনসিড করেছেন,তার পাশাপাশি তুলে নিয়েছেন ২টি উইকেট।

 

২০৬ এর বিশাল লক্ষ্য তারা করতে এসে শুরুতেই রংপুর সদ্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতা অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে হারায়। তিনি ফিরেন ডাক মেরে। পরপর দুই ম্যাচে খালি হাতে ফিরত গিয়েছেন। সঙ্কা যাগতে পারে পরের ম্যাচে সুযোগ নিয়ে।

আরো পড়ুনঃ শান্তর বিদায়: বাংলাদেশ টি-টোয়েন্টিতে কার নেতৃত্বে এগোবে

এরপর স্লো হওয়া খেলা সাইফ গতিপথ পাল্ট দেন। তার দেখাদেখি এলেক্স হেলসও মারমুখী ব্যাটিং শুরু করেন। সেই ২য় উইকেটের জুটি নিয়ে যান ইনিংসের ১৮৮ রান পর্যন্ত। কিন্তু শেষটা করতে পারেননি। তবে সাইফ ৮০(৪৯) রানে ফিরার কাজের কাজ করে দেন। তখন জয় থেকে খানিক দূরে রংপুর। এর আগে ১৮৬ রানের জুটি করে যান,যা রান তারা করতে এসে বিপিএলে সর্বোচ্চ জুটির রেকর্ড।শেষে ইফতিখারের ৮*(৪) রানের ক্যামিও এবং এলেক্স হেলসের শতক ১১৩*(৫৬)। আর মাত্র ৪টা রান হলে জাতীয় দলের হয়ে করা ১১৬ রানের সর্বোচ্চ রানটাকে টপকে যেতে পারতেন।

 

গ্লোবাল সুপার লিগ জিতে আসা দলটা রীতিমতো উড়ছে বিপিএল ২০২৫ আসরে। টানা ৪ জয়ের দেখা পেল দলটি। ঢাকা পর্বে যেখানে শেষ করেছিল,ঠিক সেখান থেকেই শুরু করলো রংপুর।

 

স্কোরবোর্ডঃ

 

সিলেটঃ ২০৫/৪ (২০)

রনি ৫৪(৩২),জাকির হাসান ৫০(৩৮);সাইফুদ্দিন ৪-০-৩১-২,মাহেদি ৪-০-৩৮-১

রংপুরঃ ২১০/২ (১৯)

হেলস ১১৩*(৫৬),সাইফ ৮০(৪৯);সাকিব ৪-০-২৩-২

 

জয়ীঃ ৮ উইকেটে জয়ী রংপুর

ম্যাচ সেরাঃ এলেক্স হেলস

, , , ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে