২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি, ম্যাচ লিস্ট ও ভেন্যু
Ad Banner

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি, ম্যাচ লিস্ট ও ভেন্যু

  • প্রকাশিত হয়েছে: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

ICC U19 World Cup 2026, U19 World Cup 2026 Schedule, Under 19 World Cup Fixtures, U19 WC 2026 Zimbabwe Namibia, Bangladesh U19 Cricket, India U19 Cricket, ICC Schedule 2026, Cricket Fixtures 2026, ICC Tournament 2026, U19 Cricket Live, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সময়সূচি, ক্রিকেট বিশ্বকাপ যুব, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, ক্রিকেট সূচি ২০২৬, বিশ্বকাপ ফিক্সচার, আন্তর্জাতিক ক্রিকেট সূচি, বাংলাদেশের খেলা, আজকের ম্যাচ সময়সূচি, ক্রিকেট নিউজ, Zimbabwe Namibia U19 WC, U19 World Cup Groups, Super Six U19 WC
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি। ছবি- সংগৃহীত
                       

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬–এর প্রস্তুতি পুরোপুরি শেষ। আগামী বছর শুরুর দিকে আফ্রিকার দুই দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে যুব ক্রিকেটের এই মহারণ। এটি হবে টুর্নামেন্টের ১৬তম আসর, যা শুরু হবে ১৫ জানুয়ারি, আর পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি

ইতোমধ্যে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। গতবারের মতো এবারও মোট ১৬টি দল অংশ নেবে, যারা চারটি গ্রুপে ভাগ হয়ে লড়বে মূল পর্বে। পুরো আসরে ২৩ দিনে ফাইনালসহ মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

◾ ভেন্যুর তালিকা

জিম্বাবুয়ে ও নামিবিয়ার মোট ৫টি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
জিম্বাবুয়ের তিন ভেন্যু:

  • হারারে স্পোর্টস ক্লাব

  • তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব (হারারে)

  • কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়ে)

নামিবিয়ার দুই ভেন্যু:

  • নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড (উইন্ডহোক)

  • এইচপি ওভাল (উইন্ডহোক)

◾ টুর্নামেন্টের ধরন

এবারও থাকছে সুপার সিক্স ফরম্যাট।

  • প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল যাবে সুপার সিক্সে।

  • সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ১২ ম্যাচ।

  • এরপর আসবে নকআউট পর্ব।

  • সুপার সিক্সের দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালের টিকিট পাবে।

  • বিজয়ী দুই দল খেলবে ফাইনাল।

সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে নির্ধারণ করেছে আইসিসি।

◾ উদ্বোধনী দিনের ম্যাচ

১৬ জানুয়ারি প্রথম দিনে তিনটি ম্যাচ মাঠে গড়াবে—

  • উদ্বোধনী ম্যাচ: ভারত বনাম যুক্তরাষ্ট্র

  • স্কটল্যান্ড বনাম জিম্বাবুয়ে

  • তানজানিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ

গ্রুপ পর্ব চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সুপার সিক্সের ম্যাচগুলো। ৩ ও ৪ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল এবং ৬ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের মহা-ফাইনাল।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চারটি গ্রুপ ও দল : 

গ্রুপ এ : ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

গ্রুপ বি : জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ড।

গ্রুপ সি : অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও জাপান।

গ্রুপ ডি : দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও তানজানিয়া।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি:

গ্রুপ পর্ব‌ঃ

তারিখম্যাচভেন্যু
১৫ জানুয়ারিমার্কিন যুক্তরাষ্ট্র vs ভারতকুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
১৫ জানুয়ারিজিম্বাবুয়ে vs স্কটল্যান্ডতাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব, হারারে
১৫ জানুয়ারিতানজানিয়া vs ওয়েস্ট ইন্ডিজএইচপি ওভাল, উইন্ডহোক
১৬ জানুয়ারিপাকিস্তান vs ইংল্যান্ডতাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব, হারারে
১৬ জানুয়ারিঅস্ট্রেলিয়া vs আয়ারল্যান্ডনামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক
১৬ জানুয়ারিআফগানিস্তান vs দক্ষিণ আফ্রিকাএইচপি ওভাল, উইন্ডহোক
১৭ জানুয়ারিভারত vs বাংলাদেশকুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
১৭ জানুয়ারিজাপান vs শ্রীলঙ্কানামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক
১৮ জানুয়ারিনিউজিল্যান্ড vs মার্কিন যুক্তরাষ্ট্রকুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
১৮ জানুয়ারিইংল্যান্ড vs জিম্বাবুয়েতাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব, হারারে
১৮ জানুয়ারিওয়েস্ট ইন্ডিজ vs আফগানিস্তানএইচপি ওভাল, উইন্ডহোক
১৯ জানুয়ারিপাকিস্তান vs স্কটল্যান্ডতাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব, হারারে
১৯ জানুয়ারিশ্রীলঙ্কা vs আয়ারল্যান্ডনামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক
১৯ জানুয়ারিদক্ষিণ আফ্রিকা vs তানজানিয়াএইচপি ওভাল, উইন্ডহোক
২০ জানুয়ারিবাংলাদেশ vs নিউজিল্যান্ডকুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
২০ জানুয়ারিঅস্ট্রেলিয়া vs জাপাননামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক
২১ জানুয়ারিইংল্যান্ড vs স্কটল্যান্ডতাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব, হারারে
২১ জানুয়ারিআফগানিস্তান vs তানজানিয়াএইচপি ওভাল, উইন্ডহোক
২২ জানুয়ারিজিম্বাবুয়ে vs পাকিস্তানতাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব, হারারে
২২ জানুয়ারিআয়ারল্যান্ড vs জাপাননামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক
২২ জানুয়ারিওয়েস্ট ইন্ডিজ vs দক্ষিণ আফ্রিকাএইচপি ওভাল, উইন্ডহোক
২৩ জানুয়ারিবাংলাদেশ vs মার্কিন যুক্তরাষ্ট্রতাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব, হারারে
২৩ জানুয়ারিশ্রীলঙ্কা vs অস্ট্রেলিয়ানামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক
২৪ জানুয়ারিভারত vs নিউজিল্যান্ডকুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

সুপার সিক্সঃ

তারিখম্যাচভেন্যু
২৫ জানুয়ারিএ১ vs ডি৩নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক
২৫ জানুয়ারিডি২ vs এ৩এইচপি ওভাল, উইন্ডহোক
২৬ জানুয়ারিবি৪ vs সি৪হারারে স্পোর্টস ক্লাব, হারারে
২৬ জানুয়ারিসি১ vs বি২কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
২৬ জানুয়ারিডি১ vs এ২নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক
২৭ জানুয়ারিসি২ vs বি৩হারারে স্পোর্টস ক্লাব, হারারে
২৭ জানুয়ারিসি৩ vs বি১কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
২৮ জানুয়ারিএ১ vs ডি২হারারে স্পোর্টস ক্লাব, হারারে
২৯ জানুয়ারিডি৩ vs এ২কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
৩০ জানুয়ারিডি১ vs এ৩হারারে স্পোর্টস ক্লাব, হারারে
৩০ জানুয়ারিবি৩ vs সি১কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
৩১ জানুয়ারিবি২ vs সি৩হারারে স্পোর্টস ক্লাব, হারারে
০১ ফেব্রুয়ারিবি১ vs সি২কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

নক আউট পর্ব‌ঃ

তারিখম্যাচভেন্যু
০৩ ফেব্রুয়ারিপ্রথম সেমিফাইনালকুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
০৪ ফেব্রুয়ারিদ্বিতীয় সেমিফাইনালহারারে স্পোর্টস ক্লাব, হারারে
০৬ ফেব্রুয়ারিফাইনালহারারে স্পোর্টস ক্লাব, হারারে

 

অতিরিক্ত তথ্য

  • সবচেয়ে সফল দল: ভারত (৫ বার চ্যাম্পিয়ন)

  • বর্তমান চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া

  • প্রথমবার অংশ নিচ্ছে: তানজানিয়া

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে