বিশ্বকাপ বাছাইপর্বের গত ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে ২-১ গোলে পরাজিত করেছে কলম্বিয়া।টানা ১২ টি ম্যাচে জয়ের পর গত ম্যাচে পরাজিত হয় বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচের শুরু থেকেই একের পর এক এটাক করে যাচ্ছিলো দুই দল কিন্তু ২৪ মিনিটের শেষে রদ্রিগেজের ক্রোসে বেশ উপরে লাফিয়ে দুর্দান্ত হেড দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন ইয়ারসন মোসকেরা।
বাছাইপর্বের কলম্বিয়ার প্রতিশোধ।ছবি: সংগৃহীত
প্রথম হাফের শেষে কলম্বিয়াকে পাল্টা জবাব দেয় আর্জেন্টিনা।৪৮ মিনিটে রদ্রিগেজেরই ভুল পাসে বল পেয়ে কলম্বিয়ান গোলরক্ষক কামিলো ভারগাসকে ফাঁকি দিয়ে নিজের দলকে ১-১ সমতায় এনেছিলেন গঞ্জালেজ।আর্জেন্টিনার সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
জেমস রদ্রিগেজ মাত্র ১২ মিনিট পরে নিজের দল কে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল,প্রথমে না দিলেও পরে ভিএআর পর্যালোচনার ফলে কলম্বিয়াকে নিকোলাস ওটামেন্ডির ড্যানিয়েল মুনোজের উপর ট্যাকেলের জন্য একটি পেনাল্টি দেওয়া হয়েছিল।
পেনাল্টিতে জেমস রদ্রিগেজ গোলরক্ষক মার্টিনেজকে উল্টো পাশে পাঠিয়ে গোল করে নিজের দলকে ২-১ এগিয়ে নিয়ে যায়।কোপা আমেরিকায় শিরোপা নিজেদের করতে না পারলেও কোপার সেরা খেলোয়াড় হয়েছিলেন জেমস রদ্রিগেজ ।গত ম্যাচে ১টি গোল ও ১টি এসিস্ট করে আবারো চমক দেখিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছেন তিনি।
পেনাল্টিরক্ষক মার্টিনেজ এবার আর ঠেকাতে পারেনি রদ্রিগেজের গোল।কলম্বিয়ার সাপোর্টারদের কাছে পুরো ম্যাচ জুড়ে ব্যু এর শিকার হয়েছিলেন আর্জেন্টাইন দল ।অবশেষে রোমেরো বিশ্বকাপের ব্যাজ দেখাতে বাধ্য হয়েছে,ডিপল বলেছেন কোপার হারের ব্যাথা এখনো যন্ত্রণা দেয় কলম্বিয়ানদের।আর্জেন্টাইন কোচের বিপক্ষেই বছরের প্রথম পরাজয় আর্জেন্টিনার