তামিম ইকবালকে ভারত সিরিজে দেখা যাবে ভিন্ন ভূমিকায়!

তামিম ইকবালকে ভারত সিরিজে দেখা যাবে ভিন্ন ভূমিকায়!

  • প্রকাশিত হয়েছে: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

তামিম ইকবাল,ভারত বনাম বাংলাদেশ,বাংলাদেশ বনাম ভারত
ধারাভাষ্যে তামিম ইকবাল খান | ছবি: সংগৃহীত

দীর্ঘদিন যবত মাঠের বাইরে ছিলেন,বাংলাদেশর অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান। এবার ভিন্ন ভূমিকায় আবারও ফিরছেন ক্রিকেটে। শেষবার তাকে দেখা গিয়েছিল বিপিএলে শিরোপা উঁচিয়ে ধরতে। তামিম ইকবালের ভক্তরা তাকে মাঠের খেলায় দেখতে মুখিয়ে রয়েছেন। 

তামিম ইকবাল,ভারত বনাম বাংলাদেশ,বাংলাদেশ বনাম ভারত

ধারাভাষ্যে তামিম ইকবাল খান | ছবি: সংগৃহীত


সম্প্রতি সরকার পরিবর্তনের পর, এর হাওয়া লেগেছে বিসিবি প্রাঙ্গনেও। এতে ফের জাতীয় দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল তামিম ইকবালের। আসন্ন বাংলাদেশের মিশন ভারত সিরিজ। যেখানে দেখা যাবে এই ক্রিকেটারকে। তবে মাঠে নয়; মাঠের বাইরে তামিম থাকবেন ভিন্ন ভূমিকায়।

আগেই শোনা গিয়েছিল, ভারত সিরিজে ধারাভাষ্য প্যানেলে থাকবেন তামিম। এবার সম্প্রচার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সিরিজে মাইক্রোফোন হাতে দেখা মিলবে তামিমের। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির জন্য ধারাভাষ্য দেবেন বাংলাদেশ ও ভারতের মোট পাঁচজন ধারাভাষ্যকার।

ভারত সফরে বাংলাদেশী ধারাভাষ্যকার হিসেবে, তামিমের সঙ্গে থাকবেন স্বনামধন্য আতহার আলী খান। ভারতের থাকবেন হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত ও মুরালি কার্তিক। আন্তর্জাতিক ধারাভাষ্যে তামিমের অভিষেক হয়েছে গত বছরের ডিসেম্বরেই। মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে ধারাভাষ্য কক্ষ থেকে বিশ্লেষণ করেছিলেন তামিম।

আরও পড়ুন : বাংলাদেশ বনাম ভারত: ২টি টেস্টের সময়সূচি

ভারত সফরের জন্য আগামীকাল (রবিবার) দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। এই সফরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর ধারাবাহিক ভাবে খেলবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে বাংলাওয়াশ করার পর,টাইগার ক্যাম্পে আনন্দের হাওয়া বইছে। শান্তরা কি পারবে!,নতুন বাংলাদেশকে নতুনভাবে চিনাতে?

, ,

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে