মাদ্রিদ ডার্বি চ্যাম্পিয়ন্স লিগে অপ্রতিরুদ্ধ আধিপত্য বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে আতলেটিকো মাদ্রিদকে রিয়াল মাদ্রিদ। লালিগায় শক্ত অবস্থানে না থাক্লেও,রিয়াল মাদ্রিদ বরাবরই চ্যাম্পিয়ন্স লিগে ভাল করে যায়।
চ্যাম্পিয়নস লিগে কাল রাতে চোখধাঁধানো গোল করেছেন রদ্রিগো ও হুলিয়ান আলভারেজ | এএফপি
সান্তিয়াগো বারনাবিউতে বুধবার(৫ই মার্চ) বাংলাদেশ সময় রাত ২টায় ১ম লেগের খেলায় মুখোমুখি হয় এই দুই দল। ম্যাচের বয়স ৪ মিনিটের মাথায় কামাভিংগার মাঝমাঠ থেকে ডান পাশে বাড়ানো বল পৌছায় ভালভারদের পায়ে,সেখান থেকে ভাল্ভারদে থ্রু পাস বাড়িয়ে দেয় রদ্রিগোর উদ্দেশ্যে। সেই বল আতলেটিকোর ডিফেন্ডার গালানকে ফাকি দিয়ে পৌছে যায় রদ্রিগোর পায়ে। বাকিটা রদ্রিগো তার ব্যাক্তিগত পায়ের জাদুতে ফিনিশ করে। রিয়াল মাদ্রিদ খুব তারাতারি লিড পেয়ে যায়।
গোলের পর রদ্রিগোর উদ্যাপন | এএফপি
এর কয়েক মিনিট বাদে লিড ডাবল করবার মতো সম্ভাবনা জাগে। তবে রেফারি তা উপযুক্ত মনে করেনি পেনাল্টির জন্য। ৩২ মিনিটে আল্ভারেজের নান্দনিক শটে সিময়নের দল সমতায় ফিরে। প্রথমার্ধের খেলা ১-১ সমতায় শেষ হয়।
আরও পড়ুনঃ নেশন্স লিগ: কোয়ার্টার ফাইনালে রোনালদো-এমবাপ্পেদের প্রতিপক্ষ কারা?
বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে ব্রাহিম দিয়াজের গোলে মাদ্রিদ ফের একবার লিড পায়। ফারলেন্ড মেন্ডির বক্সের ভিতর থেকে বাড়ানো পাস থেকে ৩জন ডিফেন্ডার ও গোলরক্ষক অব্লাককে ফাকি দিয়ে বল জালে জড়ান ব্রাহিম। সেখান থেকে আর কাম্ব্যাক করতে পারেনি আতলেটিকো মাদ্রিদ। ১ম লেগের খেলা শেষে রিয়াল মাদ্রিদ ২-১ এগ্রিগেটে এগিয়ে রইল।
বৃহস্পতিবার (১৩ই মার্চ) ২য় লেগ অর্থাত শেষ লেগে মুখোমুখি হবে এই দুই দল। শেষ লেগ আতলেটিকোর ঘরের মাঠে হওয়ায়,রিয়ালের জন্যও অতটা সহজ হবেনা।