নেশন্স লিগ: কোয়ার্টার ফাইনালে রোনালদো-এমবাপ্পেদের প্রতিপক্ষ কারা?

নেশন্স লিগ: কোয়ার্টার ফাইনালে রোনালদো-এমবাপ্পেদের প্রতিপক্ষ কারা?

  • প্রকাশিত হয়েছে: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

কিলিয়ান এমবাপ্পে,ক্রিস্টিয়ানো রোনালদো,উয়েফা নেশন্স লিগ,নেশন লিগ,নেশন্স লিগ।
ক্রিস্টিয়ানো রোনালদো এবং কিলিয়ান এমবাপ্পে | ছবি: গেটি ইমেজ
                       

উয়েফা নেশন্স লিগ ২৪/২৫ মৌসুমের জমজমাট গ্রুপপর্বের খেলা শেষে,নিশ্চিত হয়েছে শেষ আট। কোয়ার্টার ফাইনলে ২২ নভেম্বর(শুক্রবার) সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার হেডকোয়ার্টারে ড্র অনুষ্ঠিত হয়ছিল।

নেশন্স লিগের গ্রুপ ‘এ’ থেকে শেষ আট নিশ্চিত করেছে পর্তুগাল,স্পেন,ইতালি,জার্মানি,ফ্রান্স,ডেনমার্ক,ক্রোশিয়া ও নেদারল্যান্ডস। হোম এবং এওয়ে এই নিয়মে দু’টি করে খেলবে প্রতিটি দল। আগামী বছরের(২০২৫) মার্চ মাসের ২১ ও ২৪ তারিখ দুই’লেগে খেলা অনুষ্ঠিত হবে।

কিলিয়ান এমবাপ্পে,ক্রিস্টিয়ানো রোনালদো,উয়েফা নেশন্স লিগ,নেশন লিগ,নেশন্স লিগ।

ক্রিস্টিয়ানো রোনালদো এবং কিলিয়ান এমবাপ্পে | ছবি: গেটি ইমেজ


উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল:

 

ডেনমার্ক-পর্তুগাল: পর্তুগাল তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে কোয়ার্টার ফাইনালে। পর্তুগাল ও রোনালদোর সাম্প্রতিক ফর্ম স্বস্তি দিচ্ছে পর্তুগাল সমর্থকদের। টুর্নামেন্টির সর্বপ্রথম আসরের বিজয়ী দল পর্তুগাল এবারও বেশখানেকটা আশাবাদী।

 

ক্রোয়েশিয়া-ফ্রান্স: শেষবার বৈশ্বিক বড় টুর্নামেন্টে ফ্রান্স-ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছিল ২০২২ এর নেশন্স লিগে। ফ্রান্স ২০১৮ বিশ্বকাপ জিতার পর থেকে খানিকটা ধার কমেছে। তাই ক্রোয়েশিয়ার হারাবার কিছু নেই।

আরও পড়ুন: মেসিরা দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশে আসছে: আপনি জানেন কি?

ইতালি-জার্মানি: ইউরোপের দুই জায়ান্ট হচ্ছে জার্মানি-ইতালি। দুই দলই ৪টি করে বিশ্বকাপ জিতেছে। শেষবার মুখোমুখিতে ইতালিকে ৫-২ গোলে হারিয়েছিল জার্মানরা। তখনও জার্মানির অবস্থাটা ছিল নাজুক। তবে হুলিয়ান নাগেলসম্যানের নেতৃত্বে আবারও পুরানো জাত চিনাতে শুরু করেছে জার্মানি। তবে বেশ জমজমাট একটা ম্যাচ উপহার পেতে যাচ্ছে ফুটবল ভক্তরা।

 

নেদারল্যান্ডস-স্পেন: স্পেন ২০২৪ এর ইউরো জয়ী দল এবং শেষ নেশন্স লিগ আসরের বিজয়ী দল। নেদারল্যান্ডসের জন্য পরীক্ষাটা কঠিন হতে যাচ্ছে। এই বাধা উতরাতে পারলে,নেদারল্যান্ডস টুর্নামেন্টের শিরোপা জয়ের দিকে অনেকখানি পথ এগিয়ে যাবে। তবে তা সহজে সম্ভব হতে দিবেনা স্পেন।

 

উয়েফা নেশন্স লিগের প্রথম আসর বসেছিল ২০১৮ সালে। ২০১৮-১৯ এর সে আসরে ফাইনালে উঠেছিল পর্তুগাল ও নেদারল্যান্ডস। ঘরের মাঠে ডাচদের ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল রোনালদোরা। এরপর ২০২০-২১ আসরে স্পেনকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ফ্রান্স।

সর্বশেষ ২০২২-২৩ আসরে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিল স্পেন। ফাইনালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে প্রথম শিরোপা জিতে নেয় লা রোহারা।

কোয়ার্টার ফাইনাল শেষে,২০২৫ সালের ৫ই জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। উয়েফা আগেই প্রকাশ করেছে যে,সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ হতে পারে। তো দেখে নেয়া যাক,সেমিফাইনালের সম্ভাব্য তালিকা:

 

স্পেন/নেদারলেন্ডস বনাম ফ্রান্স/ক্রোশিয়া

ইতালি/জার্মানি vs. পর্তুগাল/ডেনমার্ক

 

এরপর ৮ই জুন সেমিফাইনাল-১ এবং সেমিফাইনাল-২ পরাজিত দল তৃতীয় নির্ধারণী ম্যাচ খেলবে।

সর্বশেষ ৯ই জুন ২০২৫,শিরোপা জয়র দলকে পাওয়া যাবে এবং একই সাথে টুর্নামেন্টের পর্দা নামবে।

, , , , ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে