রংপুরকে হারিয়ে প্লে-অফের আশার আলো জ্বা‌লিয়ে রাখল খুলনা

রংপুরকে হারিয়ে প্লে-অফের আশার আলো জ্বা‌লিয়ে রাখল খুলনা

  • প্রকাশিত হয়েছে: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৫ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

rangpur rijders,khulna tigers,rangpur riders vs khulna tiger,bpl,bpl 2025,
রংপুরকে হারিয়ে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে খুলনা। ছবি- সংগৃহীত
                       

বিপিএলে সর্বপ্রথম প্লে-অফে যায়গা করে নেওয়া রংপুর রাইডারস,টানা ৮ জয়ের পর যেন জিত্তেই ভুলে গেছে। এবার টানা জয়ের পর,টানা ৪ ম্যাচ হারল নুরুল হাসানের দল। এই হারগুলো কোয়ালিফায়ার থেকে সরিয়ে ইলিমেনটরে আছরে ফেলতে পারে রংপুরকে। তাই তাদের শেষ ম্যাচে জয় তুলতেই হবে। নয়তো চিটাগং তাদের যায়গা দখল করে নিতে পারে।

rangpur rijders,khulna tigers,rangpur riders vs khulna tiger,bpl,bpl 2025,

রংপুরকে হারিয়ে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে খুলনা। ছবি- সংগৃহীত


আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে খুলনা ব্যাটিং বেছে নেয়। নাঈম শেখের শতকে ভর করে খুলনা, ৪ উইকেট হারিয়ে রংপুরের জন্য পাহাড় সমান ২২০ রান স্কোরবোর্ডে যোগ করে। তবে তার জবাবে সৌম্যর প্রতিরোধের চেষ্টার পরও,রংপুরকে ৪৬ রানের বড় হার দেখতে হয়।

 

এইদিন খুলনার ব্যাটাররা প্লে-অফের দৌড়ে টিকে থাকতে শুরু থেকেই চালিয়ে খেলছিল। নাঈম শেখ ৬২ বলে ৭ চার ও ৮ ছক্কার মারে ১১১ রানের অপরাজিত থেকে ভাইটাল ইনিংস খেলেন। এছাড়া তার সাথে ওপেন করা খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২১(১২) করেন। বাকিরাও অসামান্য অবদান রেখে গেছিলেন। এলেক্স রোস ১২(১৪),উইলিয়াম বোসিস্তো ৩৬(২১)*,মাহিদুল অঙ্কন ২৯(১৫) ও ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন আবু হায়দার রনি।

 

রংপুরের বোলাররা আজ বেশ খরুচে ছিলেন। ১টি রান আউটের সাথে ১টি করে উইকেট তুলেছেন মাহেদি হাসান,আকিফ জাবেদ ও ইফতিখার আহমেদ।

 

বড় লক্ষ্যের তাড়া করতে নেমে রংপুর ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলতে সক্ষম হয়। গ্লোবাল সুপার লিগের ফর্ম টানছেন সৌম্য সরকার। রংপুরের ইনিংস থেকে সর্বোচ্চ রান তার  ব্যাট থেকেই আসে। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন ৪৮ বল খেলে। তার এই চমৎকার ব্যাটিংয়ে ছিল ৬ চার ও ৫ ছক্কা। তার বিদায় হয় একেবারে শেষ ওভারে হাসান মাহমুদের ইয়র্কার ডেলিভারিতে।

 

এছাড়া শেখ মাহেদি ২৭(১৪),তৌফিক খান ৯(৮),সাইফ হাসান ৬(৯),ইফতেখার আহমেদ ১৯(১৫),নুরুল হাসান ০(১),মোহাম্মদ সাইফুদ্দিন ১৮(১০),আজিজুল তামিম ০(১),রকিবুল হাসান রকি ১৪(৬),আকিফ জাবেদ ০*(৪) এবং নাহিদ রানা ১*(৩)।

 

খুলনার হয়ে এইবারের আসরে প্রথম ম্যাচ খেলা মুশফিক হাসান সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ নেওয়াজ ২টি এবং নাসুম আহমেদ ও হাসান মাহমুদ ১টি করে উইকেটের দেখা পেয়েছেন।

 

এই জয়ে খুলনা ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে। এই জয় ছিল খুলনার ৫ম জয়। দুর্বার রাজশাহী ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে চারে আছে। তবে খুলনার হাতে আছে এখনও একটি ম্যাচ। শেষ ম্যাচে রাজধানীর দল ঢাকার মুখোমুখি হবে খুলনা। সেই ম্যাচ খুলনার জন্য ডু অর ডাই ম্যাচ। নেট রান রেট ধনাত্মক হলেও,পয়েন্ট ১০ বর্তমানে হওয়ায় শেষ ম্যাচ জিততেই হবে ১২ পয়েন্টে পৌঁছাতে।

, , , ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে