ম্যানসিটি বনাম ইন্টার মিলানের যুদ্ধময় ম্যাচ

ম্যানসিটি বনাম ইন্টার মিলানের যুদ্ধময় ম্যাচ

রাহাত ভূইঁয়া
  • প্রকাশিত হয়েছে: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

পেপ গার্দিওয়ালা,ম্যান সিটি,ইন্টার মিলান,গুন্ডগান,হলান্ড

১৯ সেপ্টেম্বর রাত ১ টায় চ্যাম্পিয়নস লীগে ম্যানসিটির ঘরের মাঠ এতিহাদে মুখোমুখি হয়েছিল ম্যানসিটি ও ইন্টার মিলান।পুরো ম্যাচ জুড়ে ছিল টানটান উত্তেজনা।কিন্তু ম্যাচ শেষে দুই দলেরই ছিল ০-০ গোল।

পেপ গার্দিওয়ালা,ম্যান সিটি,ইন্টার মিলান,গুন্ডগান,হলান্ড

গুন্ডগানের ম্যাচ ঘুরানোর চেষ্টা।ছবি: 90 min


১৮ মিনিটেই সাবিনহোর ক্রসে হলান্ড হেড দিয়ে গোলের চেস্টা করলেও বল গিয়ে আশ্রয় নেয় গোল রক্ষক সোমারের হাতে।২৯ মিনিটে ডিব্রুইন এর ট্যাকেলে ফ্রি কিক পায় ইন্টার মিলান।

ইন্টার মিলানের ফ্রি কিকে হেড দিয়ে গোলের চেষ্টা করেছিল থুরাম কিন্তু এডারসন চমৎকার সেভ করে সাথে সাথে অফসাইডের ডাক রেফারির।৩৫ মিনিটে হলান্ড ডি-বক্সের বাহির থেকে শুট করে কিন্তু বলটি বারের পাশ দিয়ে আউটের দিকে চলে যায়।

ম্যানসিটির ৪২ মিনিটের এটাকে ডিব্রুইনের শুট সেভ করে গোলরক্ষক সোমার।৪৫ মিনিটের এটাকে আবার বারেল্লার শট সেভ করে এডারসন।এবারে হাফ টাইমের শেষে ৬২ মিনিটে গ্রিলিস পাস করে ফোডেনকে কিন্তু ফোডেনের শুট সেভ করে সোমার।

৮৮ মিনিটে গ্রাভিডলের ক্রসে গুন্ডগান হেড দিয়ে গোলের চেস্টা করেছিলেন কিন্তু এবারো অসাধারণ সেভ করেছিলেন সোমার।সর্বশেষ ৯০ মিনিটে ডোকু ক্রস করে এবং গুন্ডগান এর উরন্ত হেড কিন্তু ভাগ্যবশত বলটি বারের উপর দিয়ে চলে যায়।

ম্যানচেস্টার সিটি পুরো ম্যাচে ৪টি বিগ চান্স পেয়েও কাজে লাগাতে পারে নি তার একটিও যার ফলে পরিশেষে ম্যাচটি ড্র হয়।পুরো ম্যাচে ম্যানসিটি ৬৫১ টি পাস খেলেছে যার মধ্যে ৫৯৭ টি ছিল সঠিক।সাথে ২২টি শুট করেছে যার মধ্যে ৫টি ছিল শট অন টার্গেট।অপরদিকে ইন্টার মিলান পুরো ম্যাচটিতে ৪৩৭ টি পাসের মধ্যে ৩৭৬ টি পাস সঠিক খেলেছিল।

ইন্টার মিলান মোট ৭টি শুট করেছিল যার মধ্যে ৪টি ছিল শট অন টার্গেট।ম্যানসিটিতে হলান্ড তার আগের ম্যাচ গুলোতে অসাধারণ খেললেও গতরাতের ম্যাচে সে কোনো গোল করে ম্যানসিটিকে এগিয়ে নিয়ে যেতে পারেন নি।ইন্টার মিলান এর গোলরক্ষক সোমার তার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন।পুরো ৯০ মিনিটে ম্যানসিটির ৫টি শট সেভ করে তিনি নিজের দলকে গোলের হাত থেকে রক্ষা করেছেন।

, ,

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে