কিম মিন জাইয়ের কর্নার থেকে দেওয়া ১ গোলই বায়ার্নকে মহামূল্যবান ৩ পয়েন্ট এনে দিয়েছে। হ্যারি ক্যান স্কোরশিটে কোনও অবদান রাখতে পারেনি। তাছাড়া বোকার মত কাজ করে উসমান দেম্বেলে রেড কার্ড দেখেছে। ৫ ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৯ এবং তারা অবস্থান করছেন ৩৬ দলের লম্বা টেবিলের ১১তম অবস্থানে।
কিম মিন জাইয়ের কল্যানে ঘরের মাঠ থেকে ৩ পয়েন্ট আদায় করলো বায়ার্ন | ছবি: গেটি ইমেজ
বায়ার্ন মিউনিখ বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ৫ম রাউন্ডে মুখোমুখি হয় ফ্রান্সের ক্লাব পিএসজির। গত ৩ দেখায় পিএসজির নেই কোনো জয় বায়ার্নের বিপক্ষে। আজও ঠিক ফলাফল নিজেদের পক্ষে আনতে পারেনি পিএসজি।
ম্যাচের ৩৮’ মিনিটে করা কিম মিন জাইয়ের ১ গোলই ম্যাচের পার্থক্য করে দিয়েছে। এই ম্যাচে বায়ার্নের দুই উইঙ্গার লিরয় সানে এবং কিংসলে কোমান একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে। পিএসজির বারের নিচে আজ ছিল পরিবর্তন। ডোনেরোমার প্রতি আস্থা হারিয়েছেন ম্যানেজার। তবে রাশিয়ান গোলরক্ষক বেশ কিছু ভাল গোল হওয়া থেকে বাচিয়েছেন।
শুরুর ভাগে গোলের ধাক্কা সামলিয়ে না উঠতেই,পিএসজির উইঙ্গার উসমান দেম্বেলে ২য় ভাগের খেলায় ডাবল হলুদ কার্ড দেখে(লাল কার্ড) মাঠ ছাড়েন। সেখানে ১০ জনের দলে পরিনত হয় পিএসজি।
বায়ার্ন মিউনিখ ফুল টাইম শেষে ১-০ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। এই নিয়ে সব প্রতিযোগিতায় গত ৭ ম্যাচে ক্লিনশিট রেখেছে বায়ার্ন মিউনিখ। তাদের পরবর্তী প্রতিপক্ষ বুন্দেসলিগায় রাইভাল দল ব্রুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। বায়ার্নের এই ক্লিনশিট যাত্রা কোথায় শেষ হবে? আপনার কি মনে হয়! কমেন্ট করে জানিয়ে দিন।