আজ ১৯ জানুয়ারি রাতে প্রিমিয়ার লীগের রাউন্ড -২০ তম ম্যাচে ইপসুইচের ঘরের মাঠে মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটি ও ইপসউইচ।ম্যাচের শুরু খুবই চমৎকার উত্তেজনা দিয়ে।
দুর্দান্ত গোলের পরে ফোডেনের উদযাপন।ছবি : Getty Image
২৭ মিনিটে ম্যান সিটির দলনেতা ডি ব্রুইন এর দুর্দান্ত পাসে দারুণ ভাবে বল কন্ট্রোল এর সাথে গোল করে ম্যান সিটিকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায় ফিল ফোডেন।মাত্র ৩ মিনিটের ব্যবধানে আবারো এক চমৎকার এটাক লক্ষ্য করা যায় ম্যান সিটির।ফোডেনের পাসে আরও একটি গোলের দেখা পায় ম্যানসিটি। ৩০ মিনিটে ফোডেনের এসিস্টে গোল করে ২-০ গোলে দলকে এগিয়ে নিয়ে যায় কোভাচিচ।
আবারও ৪২ মিনিটে দলনেতা ডি ব্রুইন গোলের সুযোগ করে দেয় ফিল ফোডেনকে।ফোডেন খুবই চমৎকার ভাবে বলটি ইপসউইচের জালে প্রবেশ করিয়ে ৩-০ গোলে পিছিয়ে দেয় ইপসউইচকে।প্রথম হাফের শেষে ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয় হাফের শুরুর ৪ মিনিটের মাথায় আবারও গোলের দেখা পায় ম্যানচেস্টার সিটি।দলনেতা ডি ব্রুইনের ৩য় এসিস্টে গোল করে ডোকু।এই গোলের সাথেই প্রিমিয়ার লীগের শেষের ১০ টি ম্যাচে ৩টি গোলের দেখা পায় ডোকু।
দুর্দান্ত গোলের পরে এবার ৫৭ মিনিটে এক অসাধারণ এবং খুবই চমৎকার পাস করে হলান্ডকে গোলের সুযোগ করে দেয় ডোকু।হলান্ডের গোলের সাথে ম্যানচেস্টার সিটি ৫-০ গোলে পিছিয়ে দেয় ইপসউইচকে।৬৩ মিনিটে আজকের ম্যাচটিতে ম্যানসিটি ৬৩ মিনিটে ৩ টি সাব করে।ফোডেনের পরিবর্তে গ্রিলিশ,হলান্ডের পরিবর্তে মুবামা এবং দলনেতা ডি ব্রুইনের পরিবর্তে এমসি আত্তে এর পরিবর্তন করে দলের কোচ পেপ গার্দিওয়ালা।
একই সাথে ৬৪ মিনিটে ইপসউইচ এর ৩ টি সাব করালেন দলের কোচ এমসি কেন্না।ক্লার্ক এর পরিবর্তে যাদেন ফিলোগেনে,কাযুসতের পরিবর্তে লুওনগো এবং গডফ্রেয় এর পরিবর্তে তুনাযেবে।৬৯ মিনিটে এবারে একটি এসিস্ট করে ১টি গোল ও একটি এসিস্টের খাতায় নিজের নাম করে নিয়েছিলেন কোভাচিচ।ম্যানসিটির তারকারা আজ তাদের এক ভয়ংকর পাস এবং দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ৬-০ গোল পরাজিত করতে সক্ষম হয়েছে ইপসউইচকে।
পুরো ম্যানচেস্টার সিটি মোট ৭৪২ টি পাস খেলেছে যার মধ্যে ৬৮২ টি পাস সঠিক পাস।সাথে ১৭ টি শট করেছে যার মধ্যে ৯ টি শট অন টার্গেট ছিল এবং এর সাথে তারা ১ টি বিগ চান্সও মিস করেছে।অপরদিকে ইপসউইচ পুরো ম্যাচে ৩৪৮ টি পাস খেলেছে যার মধ্যে ৩০৩ টি পাস ছিল সঠিক। সাথে মোট ৮ টি শট করেছে যার মধ্যে ৪টি শট ছিল শট অন টার্গেট। আজকের ম্যাচটিতে একটি বিগ চান্স পেয়েও কাজে লাগাতে না পেরে কোনো ভাবেই গোলের দেখা পায়নি ইপসউইচ।