তীরে এসে তরি ডুবালো ভারত!

তীরে এসে তরি ডুবালো ভারত!

মোঃফয়সাল হোসেন
  • প্রকাশিত হয়েছে: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৯১ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

India sank to the shore.
২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল জয়ের পর অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের উদযাপনের ছবি।ছবিঃ ফেসবুক

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ক্রিকেটের একমাত্র পরাশক্তি ভারতের মাটিতে।এবারের বিশ্বকাপে ভারতেন কাছে পাত্তা পায়নি কেউই।গ্রুপপর্বে ভারত ৯ টি ম্যাচ খেলে নয়টিতেই খুব দাপটের সাথে জয় পেয়েছে।বোলিং, ব্যাটিং ফিল্ডিং ছিল জাদুমাখা।২০২৩ বিশ্বকাপে ভারতে পক্ষে একমাত্র বলার হিসাবে মোহাম্মদ সামিই নিয়েছেন ২৪ টি উইকেট,যা ২০২৩ বিশ্বকাপের সর্বসেরা বোলিং ফিগার। ভারতের পক্ষে ব্যাটিংয়ে রহিত শর্মা,বিরাট কোহলিরা ছিল চলন্ত ট্রেনের মতো। বিশ্বকাপে একমাত্র ব্যাটসম্যান হিসাবে সর্বোচ্চ রানের তালিকাটিও দখল করে নিয়েছেন বিরাট কোহলি। ২০২৩-এর সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ৫৪ রানের লড়াকু ইনিংস খেলার পরে ১১ ম্যাচে কোহলির ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় সাকুল্যে ৭৬৫ রান। তিনি ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি করেন। মারেন ৬৮টি ও ৯টি ছক্কা।

India sank to the shore.

২০২৩ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমের ছবি। ছবিঃ ফেসবুক

অপরদিকে অস্ট্রেলিয়া গ্রুপপর্বে ৯ টি ম্যাচে ৭ টি জয় নিয়ে ৩ নাম্বার দল হিসাবে সেমিফাইনাল খেলে। সেমিফাইনালে দক্ষিন আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে তারা।এর আগে অস্ট্রেলিয়া ৫ টি বিশ্বকাপ জয়লাভ করেছিল।এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ঘরে তুলে হেক্সা মিশন কম্পিলিট করে। ভারতে সাথে মাত্র ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়লাভ করে অস্ট্রেলিয়া।

প্রথমে অস্ট্রেলিয়া টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়।ভারত ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পরে যায়। নিয়মিত বিরতিতে উইকেট তুলতেই থাকেন অস্ট্রেলিয়ার বোলাররা। সর্বশেষ ১০ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৪০ সংগ্রহ করছিল ভারত।

২৪১ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে এসে শুরুতেই ৪৭ রানে ৭ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পরে যায়। ট্রাভিস হেড এবং মারনুস বিশাল পার্টনাশিপ গরে তুলেন।ট্রাভিস হেড ১২০ বলে ১৩৭ রানে একটি অনবদ্ধ ইনিংস উপহার দেন। ইনিংসে ১৫ টি চার এবং ৪ টি ছক্কা হাকান তিনি। শেষ পর্যন্ত ৭ ওভার হাতে রেখে মাত্র ৬ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় সফরকারী অস্ট্রেলিয়া।যদিও ম্যাচ শুরু হাওয়ার পূর্বে ইন্ডিয়াকেই এগিয়ে রেখেছিল বেশিভাগ ক্রিকেট বিশ্লেষকেরা।কারন,২০২৩ বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় নিয়ে শক্তিশালী অবস্থানে ছিল ইন্ডিয়া টিম।

ক্রিকেটে একটা কথা বারবারই মনে পরে যায়; “শেষ ভালো যার সব ভালো তার”। ভারত শুরুটা ভালো করলেও শেষ পর্যায়ে এসে তীরে তরি ডুবিয়ে দিয়েছে।শেষটা তাদের ভালো হয়নি।

, , , ,

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে