মঙ্গলবার,বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে ৪ সেরা ক্লাব। মঙ্গলবার দিবাগত-রাতে মুখোমুখি হবে বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখ এবং লালিগার রিয়াল মাদ্রিদ। সব দর্শকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু এই ম্যাচ।
বায়ার্ন ৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠাসহ হ্যারি ক্যানের ক্যারিয়ারের অধরা শিরোপার কারনে বারতি চাপ থাকবে বায়ার্নের উপরে। তবে অপরদিকে থাকা রিয়াল মাদ্রিদ টুর্নামেন্ট সেরা। যারা কিনা ১৪ বার চ্যাম্পিয়নস লিগের শিরোপা উচিয়ে ধরেছে।
বায়ার্ন মিউনিখের বরাবরের মতোই বাধা ছিল মি.চ্যাম্পিনস লিগ খ্যাত সেরাদের সেরা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রোনালদো না থাকার পরেও নেই প্রশান্তির কোনো কারন,তার একমাত্র কারন দলটার নাম যে রিয়াল মাদ্রিদ। স্রোতের বিপরীতে থাকা ম্যাচও নিজেদের তরে ফিরিয়ে নেয়। তবে বায়ার্ন মিউনিখও কম নয় কোনো অংশে। তারা প্রতিপক্ষকে চ্যালেন্জ জানাতে পারে।
প্রথম লেগটা যেহেতু বায়ার্নের ঘরের মাঠে। তো বায়ার্নের ১ম লেগ জেতাটা অবিশ্বাস্য হবেনা। এটা ঘটতেই পারে। তবে পুরো সেমিফাইনালের চিত্রপট বদলে যেতে পারে সান্তিয়াগো বার্নাবিউয়ের ছাদ লাগানো পরিবেশে।
তার ঠিক পরের দিন রাতেই মুখোমুখি হবে ব্রুশিয়া ডর্টমুন্ড এবং প্যারিস সেইন্ট জার্মান। কোয়ার্টার ফাইনালে এই দুই দল মিলে বাদ করেছে লালিগার ২ ক্লাবকে। ডর্টমুন্ড আতলেটিকো মাদ্রিদকে এবং পিএসজি বার্সেলোনাকে।
ডর্টমুন্ডের মাঠ থেকে জয় নিয়ে ফিরা,বড় বড় দলগুলোরও চারটি খানি ব্যাপার না। সেখানে পিএসসিকে দিতে হবে অগ্নিপরীক্ষা। তবে কিছুটা স্বস্তিতেয় থাকার কথা পিএসজির। লিগ ওয়ান টানা ৩ বারের মত জিতেছে পিএসজি। অপরদিকে বুন্দেসলিগায় নিজেদের শেষ ম্যাচে ৪-১ গোলে কপোকাত হয়েছে ডর্টমুন্ড।
তবে সব পরিসংখ্যান বদলে যায় একটি চ্যাম্পিয়নস লিগে। যেখানে অভিজ্ঞতা,শিরোপার বিচারে ডর্টমুন্ড এগিয়ে। আমিও ধরে নিচ্ছি ডর্টমুন্ডই ফেবারিট।