হান্সি ফ্লিকের নতুন অস্ত্র ইয়ামাল

হান্সি ফ্লিকের নতুন অস্ত্র ইয়ামাল

রাহাত ভূইঁয়া
  • প্রকাশিত হয়েছে: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

ইয়ামাল,হান্সি ফ্লিক,বার্সোলোনা
বার্সার নতুন অস্ত্র ইয়ামাল।ছবি: 90 min

গত ২৩/২৪ মৌসুমে জিরোনার বিপক্ষে বার্সা হোম এবং এওয়ে দুটোতেই পরাজয় হলেও এবারে ২৪/২৫ মৌসুমে হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা তাদের শুরুটা বেশ ভালো করেছে।

ইয়ামাল,হান্সি ফ্লিক,বার্সোলোনা

বার্সার নতুন অস্ত্র ইয়ামাল।ছবি: 90 min

ম্যাচের শুরু থেকেই একের পর এক এটাক করে যাচ্ছিলো বার্সেলোনা।২৯ মিনিট এর শেষের দিকে ইয়ামাল বল পেয়ে দৌড় শুরু করে এবং গোলরক্ষককে ফাকিঁ দিয়ে বল গিরোনার জালে ফাসিঁয়ে দেন।মাত্র ৬ মিনিটের ব্যবধানে লেওয়ান্ডোস্কি ইয়ামালকে আবারো একটি সুযোগ করে দেয়।

ইয়ামাল কোনো প্রকার ভুল ছাড়া বলটি দ্বিতীয় বারের মতো গিরোনার জালে ফাসিঁয়ে দিয়ে বার্সাকে ২-০ গোলে এগিয়ে দেয়।হাফ টাইমের শেষে কুন্ডের এসিস্টে অসাধারণ গোল করে বার্সাকে ৩-১ গোলে এগিয়ে দেয় ডানি অলমো।
এবারে ৬৪ মিনিটে মার্ক কাসাডো চমৎকার একটি পাস দেয় পেদ্রীকে।ডি-বক্সের মাঝ বরাবর থেকে দুর্দান্ত শুট করে গোল করে পদ্রী।৭৭ মিনিটে রাপিনহা গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ৭৮ মিনিটের শেষে জবাব দিলো গিরোনা পর্তুর পাসে গোল করে স্টুয়ানি।

কিন্তু বার্সার ডিফেন্স ও এটাক এর ভার সামলাতে পারেনি গিরোনা।হান্সি ফ্লিকের অধিনে বার্সার নতুন অস্ত্র হিসেবে খেলছে লামিন ইয়ামাল।মাত্র ১৯ বছরের ছেলেটি তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সবাই তার খেলার প্রতি আকৃষ্ট করে দিয়েছে।
হান্সি ফ্লিক আসার পর থেকে বার্সা যেন আবারো ফিরে এসেছে।এবারে লামিন ইয়ামালকে অস্ত্র বানিয়ে সব দলকে জবাব দিবেন হান্সি ফ্লিক

, , , ,

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে