দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরি,বরণ করে নিলেন সমর্থ‌কেরা,অপেক্ষা এখন ভারত ডার্বি‌র

দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরি,বরণ করে নিলেন সমর্থ‌কেরা,অপেক্ষা এখন ভারত ডার্বি‌র

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩৯ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

হামজা চোধুরি,হামজা দেওয়ান চৌধুরি,hamza chowdhury,hamza chawdhury,leichster city,shefield united,bangladesh football team.
হামজা চৌধুরি দেশে এসে পৌছেছেন।
                       

সকল জল্পনা-কল্পনা শেষ করে,লাল সবুজ জার্সি‌ নিজের গায়ে চাপাতে দেশে এসে পৌছেছেন হামজা চৌধুরি। বাংলার ফুটবল সমর্থ‌করা এই দিনটার প্রহর গুনছিলেন,অবশেষে বাংলাদেশে এসেই গেলেন হামজা চৌধুরি। শুধু যে ভক্তরাই উদ্দীপ্ত ছিলেন তা মোটেও নয়,হাজারো সমর্থকের ভিড়ে, আর শত ক্যামেরার লেন্স খুঁজে নিয়েছে হামজার হাসিমাখা মুখখানি। রবিবার(গতকাল) রাতে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ডার্বি‌ ম্যাচ শেষ করে দেশের বিমান ধরেন হামজা। সোমবার(আজ) দুপর  ১১:৩৪ মিনিট নাগাদ সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

হামজা চোধুরি,হামজা দেওয়ান চৌধুরি,hamza chowdhury,hamza chawdhury,leichster city,shefield united,bangladesh football team.

হামজা চৌধুরি দেশে এসে পৌছেছেন।


যে দেশের মানুষ ক্রিকেটটা নিজের বুকে লালন করে,ঠিক তারাই দেশের ফুটবলটাকে ভুলতে বসেছিলেন। কিন্তু হামজা চৌধুরি যেন আবারও দেশের ফুটবলে প্রাণ সঞ্চার করলেন।ইউরোপিয়ান ফুটবল নিয়ে মেতে থাকা সমর্থকরা আবারও দেশের ফুটবল নিয়ে আগ্রহ দেখাচ্ছে। এক হামজা চৌধুরিকে দেখতে ছুটে এসেছেন ছোট থেকে প্রবীণরাও। ফুটবলের জাগরণ চলবেই,তবে হামজা যেন এক নতুন মাত্রা যোগ করলেন।

হামজার বাবা আগে আসলেও হামজার স্ত্রী- সন্তান ও মা তার সঙ্গে একই সাথে এসেছেন সিলিটে। বিমানবন্দর থেকে তারা সোজাসুজি চলে যাবেন স্নানঘাটে। যেই জায়গাটা গতকাল থেকেই সেজে আছে হামজার আগমণের অপেক্ষায়। আজ এবং আগামীকাল নিজ গ্রামেই সময় কাটাবেন পরিবার-আত্মীয় ও প্রতিবেশীদের সাথে।

সবকিছু ঠিকঠাক থাকলে হামজা মঙ্গলবার রাতে ফিরবেন ঢাকায়। বুধবার অফিসিয়ালি সংবাদ মাধ্যমের সঙ্গে বলবেন কথা, আর সারবেন ফটোসেশন। একই দিন হয়তো দলের সঙ্গে করবেন অনুশীলন। আর ২০ তারিখ দলের সঙ্গে উড়াল দেবেন ভারতে। ২৫ তারিখ বিকেল ৫টায় হামজা চৌধুরিরা লড়বে ভারতের বিপক্ষে শীলংয়ে এশিয়ান কোয়ালিফায়ার বাছাই পর্বে‌।

, , ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে