চিটাগংকে টপকিয়ে দুইয়ে উঠে এলো বরিশাল

চিটাগংকে টপকিয়ে দুইয়ে উঠে এলো বরিশাল

  • প্রকাশিত হয়েছে: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৩ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

তামিম ইকবাল খান,তামিম ইকবাল,ফরচুন বরিশাল,
ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল। ছবি- সংগৃহীত
                       

ফরচুনের ফরচুন ফেবার করেছে চিটাগংয়ে। তামিমরা ফের জয়ের ধারায় ফিরেছে চিটাগং পর্বে। তামিম,মালানের ফিফটিতে ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে,বিপিএলের ১১তম আসরে ৪র্থ জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে  পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা টপকিয়ে গিয়েছে খান সাহেবের দল।

তামিম ইকবাল খান,তামিম ইকবাল,ফরচুন বরিশাল,

ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল। ছবি- সংগৃহীত


আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দিনের খেলায়,টসে জিতে প্রথমে ঢাকার ব্যাটাররা ১৯.৩ বল খেলে ১৩৯ রানে গুটিয়ে যায়। তার জবাবে বরিশাল ৪ ওভার হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় পায়।

বরিশালের হয়ে খেললেও,নিজের জন্মস্থান বন্দর নগরীর চট্রগ্রামে,বিপিএলের চট্টগ্রাম পর্বে ম্যাচসেরা ইনিংস খেলেন তামিম। তিনি ৪৮ বল খেলে ৬ চার ও ১ ছয়ে ৬১ রানের ইনিংস খেলেন। তবে তার  সতীর্থ দাওয়িদ মালান ১ রানের জন্য ফিফটির দেখা পাননি। তাওহিদ রূদয় ও মুশফিকের পরীবর্তে জাহানদাদ খান ব্যাটিংয়ে এসে ২ ছয়ে ম্যাচের আনুষ্ঠানিকতা শেষ করে। শেষ ম্যাচে ভাল খেলা নাজমুল হোসেন শান্ত।

এর আগে ব্যাটিংয়ে ঢাকার শুরুটা ভাল হয়নি। গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো লিটন দাসের ব্যাট আজকে হাসেনি। তিনি ফিরেছেন ১৭ বল খেলে মাত্র ১৩ রান করে। তার পরে মুনিম শাহরিয়ার ও ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন।

অপরপ্রান্তে ব্যাটাররা আসা-যাওয়ার মধ্যে থাকলেও একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন তানজিদ তামিম। শেষ ম্যাচে সেঞ্চুরি করা এই ওপেনার এদিন ৪৪ বলে ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬২ রান করেন। তার পাশাপাশি ফারমানউল্লাহ শফি ২২, মোসাদ্দেক হোসেন ১১ এবং সাব্বির রহমান ১০ রান করেন।

বরিশালের হয়ে বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন তানভীর ইসলাম, যিনি ৩টি উইকেট শিকার করেন। ফাহিম আশরাফ ২টি এবং জাহানদাদ খান, রিপন মন্ডল ও মাহমুদউল্লাহ রিয়াদ প্রত্যেকে ১টি করে উইকেট নেন।

বিপিএলের পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে ৭ জয়ের সঙ্গে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। এক ম্যাচ কম খেলে ৪ জয় নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফরচুন বরিশাল। অন্যদিকে, ৪ ম্যাচে ৩ জয় নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে চিটাগং কিংস।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ক্যাপিটালস: ১৩৯/১০ (১৯.৩ ওভার)
ফরচুন বরিশাল: ১৪৫/২ (১৬ ওভার)
ফলাফল: ফরচুন বরিশাল ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তামিম ইকবাল ৬১(৪৮)

, ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে