ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের কারনে,বাংলার মানুষের সাপ্তাখানিক আগেও ছিলনা ফুটবল নিয়ে ভাবার সুযোগ। তবে স্বৈরাচারী সরকারের পতনের ফলে,নতুন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার পর,সবাই আগের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। ফুটবল প্রেমিদের জন্য দ্বিগুণ আনন্দের খবর এই যে,মৌসুম বিরতির পর কয়েকদিন বাদেই সেরা ৫ লিগের ক্লাব ফুটবল ফিরছে মাঠে।
বুন্দেসলিগার গত সিজনে ৩২ বার জয়ী বার্য়ান মিউনিখের রেকর্ড ভেঙে প্রথম বারের মত বুন্দেসলিগার শিরোপা নিজেদের নাম করেছিল।বার্য়ার লেভারকুজেন বুন্দেসলিগায় বার্য়ার লেভারকুজেন ৫৩টি ম্যাচ খেলে তার মধ্যে ৪৩ টি জয়, ৯টি ড্র এবং ১টি পরাজয় রেকর্ডের সাথে শেষ করেছে তাদের ২০২৩-২৪ মৌসুমে।৩৪টি বুন্দেসলিগা ম্যাচে কোনো পরাজয় এর দেখা মেলেনি বার্য়ার লেভারকুজেন।বার্য়ার লেভারকুজেন এর এই রেকর্ড অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন টিমের কোচ জাবি আলোনসো।বার্য়ান মিউনিখের হয়ে হ্যারি কেইন ছিলেন বুন্দেসলিগা ২০২৩-২৪ মৌসুমের সর্বোচ্চ গোল দাতা।বার্য়ার লেভারকুজেন হয়ে ৮ নাম্বারে ছিলেন নাইজিরিয়ান খেলোয়াড় বনিফেক।তিনি পুরো মৌসুমে মোট ১৪ টি গোল ও ৮ টি এসিস্ট করেছিলেন।
লা লিগায় এবারের নতুন চমক কিলিয়ান এমবাপ্পে।রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন এবার কিলিয়ান এমবাপ্পে।লা লিগার গত মৌসুমে রিয়াল মাদ্রিদ তাদের ৩৬ তম শিরোনাম নিশ্চিত করে।রিয়াল মাদ্রিদ গত মৌসুমে ৩৮ টি ম্যাচ খেলে যার মধ্যে ২৯ টি জয়ী,৮ টি ড্র ও ১ টি মাত্র পরাজয়ের বিনিময়ে তারা চ্যাম্পিয়ন হয়। ইউক্রেনীয় স্ট্রাইকার আর্টেম ডোববিক লা লিগার সর্বোচ্চ স্কোরার হিসাবে ২৪ টি গোলের সাথে শেষ করেন লা লিগার ২৩-২৪ মৌসুম।চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের হয়ে ১৯ টি গোল করে ৩ নাম্বার স্থান দখলে নিয়েছিলেন জুড বেলিংহাম।
আরও পড়ুন: দানি ওলমোকে দলে ভেড়ালো বার্সেলোনা!
প্রিমিয়ার লিগের গত মৌসুমে আর্সেনালকে হারিয়ে শিরোপা নিজেদের নিয়েছিল পেপ গার্দিওয়ালার দল ম্যানচেস্টার সিটি।ম্যানচেস্টার সিটি পুরো মৌসুমে মোট ৩৮ ম্যাচ খেলে যার মধ্যে ২৮ টি জয়,৭ টি ড্র ও ৩ টি ম্যাচ তারা পরাজিত হয়েছিল।ইপিএলের গত মৌসুমে সর্বোচ্চ গোল দাতা হিসাবে ২৭ টি গোল করেন এরলিং হলান্ড।ম্যানচেস্টার সিটিতে এবারে দেখা যাবে না কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের জুলিয়ান আলভারেজকে।
লিগ ১ এর গত মৌসুমে পিএসজি ১২ বারের মত শিরোপা নিজেদের নামে করে নিয়েছিল।পিএসজি পুরো মৌসুমে মোট ৩৪ টি ম্যাচ খেলে যার মধ্যে ২২ টি জয়,১০ টি ড্র ও ২ টি ম্যাচে পিএসজি পরাজিত হয়েছিল।ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে পিএসজির হয়ে সর্বোচ্চ গোল দাতা হিসেবে ২৯ টি ম্যাচে মোট ২৭ টি গোল ও ৭ টি এসিস্ট করেছিলেন।কিলিয়ান এমবাপ্পের পরে মাত্র ৮ টি গোলে পিছিয়ে ছিলেন কানাডিয়ান খেলোয়াড় ডেভিড।ডেভিড লিগ ১ এর পুরো মৌসুমে মোট ৩৪ টি ম্যাচ খেলে ১৯ টি গোল ও ৪ টি এসিস্ট করেছিলেন।
সিরিয়া এ লিগে গত মৌসুমে এসি মিলানকে নাস্তানাবুদ করে ২০ তম শিরোনাম নিশ্চিত করে নিয়েছিল ইন্টার মিলান।সিরিয়া এ লিগের পুরো মৌসুমে ইন্টার মিলান মোট ৩৮ টি ম্যাচ খেলে যার মধ্যে ২৯ টি জয়,৭ টি ড্র ও ২ টি পরাজয়ের দেখা পেয়েছিল ইন্টার মিলান।বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ পুরো মৌসুমে মোট ৩৩ টি ম্যাচে ২৪ টি গোল করে সিরিয়া এ লিগ মৌসুমের সর্বোচ্চ গোল দাতা হয়েছিলেন।৮ টি গোলের ব্যবধানে ২ স্থানে ছিলেন ডুসান ভ্লাহোভিচ।তিনি পুরো মৌসুমে ৩৩ টি ম্যাচ খেলে মোট ১৬ টি গোল করতে পেরেছিলেন।বিশ্ব চ্যাম্পিয়ন এই তরুণ খেলোয়াড় লাউতারো মার্টিনেজ তার খেলার চমকে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন।