আজ ভোরে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও মরক্কো অনূর্ধ্ব-২০ দল ফাইনালে। আর্জেন্টিনার সামনে ৭ম বার বিশ্বচ্যাম্পিয়ন হবার সুযোগ এবং অপরদিকে এই প্রথম ইতিহাস সৃষ্টি করে ফাইনালে উঠলো মরক্কো।

আর্জেন্টিনা বনাম মরক্কো ফাইনাল ২০২৫ | ছবিঃ সংগৃহীত
আর্জেন্টিনা যেভাবে ফাইনালে
যুব ফুটবলের সর্বোচ্চ ক্রিয়া মঞ্চে ৮ম বারের মত ফাইনাল খেলবে আর্জেন্টিনা। শেষবার ২০০৭ সালে ফাইনাল যায়গা করেছিল আলবিসেলেস্তেরা। সেমিফাইনালে কলম্বিয়ার সাথে কষ্টার্জিত জয়ের মাধ্যমে ফাইনাল নিশ্চিত করেছে তারা।
প্রথমভাগে টানটান উত্তেজনায় গোলশূন্য থাকে। কিন্তু শেষভাগে আর্জেন্টিনা আক্রমণ শুরু করলে জয়সূচক গোলের দেখা পায়। ম্যাচ ঘুরিয়েছে বদলি নামা খেলোয়াড়রা। ৭২’ মিনিটে বদলি নামা ইন্টার মায়ামির ফরোয়ার্ড মাতেও সেলভেট্টি গোল করে দলকে এগিয়ে দেন। তার করা গোলেই ১-০ তে জয় লাভ করে আর্জেন্টিনা।
আরো পড়ুনঃ ফিফা র্যাঙ্কিং ২০২৫ অক্টোবর আপডেটে আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায়?
ম্যাচ শেষে গোলদাতা সেলভেট্টি বলেন,”এই স্কোয়াডটি দারুণ লড়াই করেছে এবং আমরা আমাদের প্রাপ্য ফল অর্জন করেছি। ফুটবলে দুর্বল প্রতিপক্ষ বলে কিছু হয় না, তবে আমরা প্রমাণ করেছি আর্জেন্টিনার প্রকৃত শক্তি তার দলগত গভীরতায় নিহিত।”
মরক্কো ইতিহাস গড়ে ফাইনালে
অন্য সেমিফাইনালে ফলাফল নিশ্চিত হয়েছে ট্রাইবেকারে। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষেও আলাদা করা যায়নি দুটি দলকে। ১-১ ব্যবধানের অমীমাংসিত ম্যাচটি মরক্কো ৫-৪ ব্যবধানে রোমাঞ্চকর পেনাল্টিতে জয় পায়। যার ফলে প্রথমবারের মত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটে।
ম্যাচের ৩১’ মিনিটে স্পটকিকে মরক্কোর হয়ে প্রথম গোলটি করেন ইয়াসির জাবিরির। কিন্তু দ্বিতীয় ভাগের খেলায় ফ্রান্স ম্যাচে ফেরে। সমতাসূচক গোলটি করেন লুকাস বিশাল। তবে ফ্রান্সের কঠিন সময় শুরু হয় অতিরিক্ত সময়ে। রাবি এনজিগুলা লাল কার্ড দেখে মাঠ ছারলে মরক্কো আরও স্বাচ্ছন্দ্যময় ফুটবল উপহার দেয়। ট্রাইবেকারে মরক্কোর জন্য ত্রাতা হয়ে উঠেন বদলি গোলরক্ষক আব্দুল হাকিম মিজবাহ।
ইতিহাস গড়ার পর মরক্কোর মিডফিল্ডার ওয়ানথমা মাম্মা প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা কখনও আশা ছাড়িনি। আমরা আবারও মরক্কোর ফুটবলের সৌন্দর্য প্রদর্শন করেছি। বিশ্বচ্যাম্পিয়ন হতে এখন কেবল একটি পদক্ষেপ বাকি।”
আরো পড়ুনঃ ২০২৬ সালের বিশ্বকাপে কতটি দল যোগ্যতা অর্জন করেছে?
কখন ও কিভাবে দেখবেন ফাইনালের মহারণ
যুব বিশ্বকাপের এই মহারণ থেকে তরুণরা নিজের দেশের উচ্চতর পর্যায় সহযোগিতা করতে পারবে। এইখান থেকেই কেউ এখন হয়ে উঠবেন মেসি,ম্যারাডোনা,হাকিমি কিংবা ডি মারিয়া। ম্যাচটির সময়সূচি ও সমপ্রচারের তথ্য নিচে দেওয়া হলো:
তারিখ ও সময়: (আজ) ২০ অক্টোবর,২০২৫ | ভোর ৫:০০টা (বাংলাদেশ সময়)
সরাসরি সম্প্রচার: বাংলাদেশ থেকে কোন চ্যানেল এই ম্যাচটি সম্প্রচার করবে না। তবে আপনি ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ফিফার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এবং ফিফা প্লাস অ্যাপ (FIFA + APP)। সাবস্ক্রিপশন এর মাধ্যমে দর্শকরা খেলাটি সরাসরি উপভোগ করতে পারবেন।
তাছাড়া এই ম্যাচটি উপভোগ করতে পারেন ফেসবুক লাইভ থেকে। ফেসবুকে Argentina vs Morocco Live লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।