২০২৬ সালের বিশ্বকাপে কতটি দল যোগ্যতা অর্জন করেছে?

২০২৬ সালের বিশ্বকাপে কতটি দল যোগ্যতা অর্জন করেছে?

  • প্রকাশিত হয়েছে: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

২০২৬ সালের বিশ্বকাপে কতটি দল যোগ্যতা অর্জন করেছে,২০২৬ ফিফা বিশ্ব‌কাপ,
ইতিমধ্যে সরাসরি বিশ্ব‌কাপে কোয়ালিফাই করা ২৮ দল
                       

৩৬ বছর পর,২০২২ কাতার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা ফ্রান্সকে ফাইনালে হারিয়ে। আগামী(২০২৬) বছরে কানাডা,আমেরিকা ও মেক্সিকোসহ ৩টি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। প্রথমবারের মত ২০২৬  বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৪৮টি দল।

২০২৬ সালের বিশ্বকাপে কতটি দল যোগ্যতা অর্জন করেছে,২০২৬ ফিফা বিশ্ব‌কাপ,

ইতিমধ্যে সরাসরি বিশ্ব‌কাপে কোয়ালিফাই করা ২৮ দল


২০২৬ সালের বিশ্বাকাপে কতটি দল যোগ্যতা অর্জন করেছে?

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর,২০২৫) পর্যন্ত ২৮টি দল ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে। উয়েফা থেকে ১টি,আফ্রিকা থেকে ৯টি,কনকাকাফ থেকে ৩টি(হোস্ট দলগুলো),এশিয়া থেকে ৮টি,দক্ষিণ আমেরিকা থেকে ৬টি,ওশেনিয়া থেকে ১টি।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে মোট ৪৮টি দল অংশ নেবে। এর মধ্যে ইউরোপ (UEFA) থেকে ১৬টি, আফ্রিকা (CAF) থেকে ৯টি, এশিয়া (AFC) থেকে ৮টি, দক্ষিণ আমেরিকা (CONMEBOL) থেকে ৬টি, উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল (CONCACAF) থেকে ৬টি দল এবং ওশেনিয়া (OFC) থেকে ১টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। এছাড়া বাকি ২টি স্থান নির্ধারিত হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে। স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা পেয়েছে।

আরো পড়ুনঃ বাংলাদেশ পড়েছে শক্তিশালী গ্রুপে | এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬

বাকি ২০টি দল কোনগুলো ২০২৬ সালের  মার্চের পর জানা যাবে চূড়ান্ত তালিকা। কারন নভেম্বরের শেষের দিকে সরাসরি পদ্ধতিতে আরও বেশকিছু দল ৪৮ দলের তালিকায় যোগ দিবে। ২০২৫ সালের ৫ই ডিসেম্বর ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে এবং মার্চের দিকে সরাসরি অংশগ্রহণ করতে না পারা দলগুলো প্লে-অফ খেলে নিশ্চিত হবে।

কোন কোন দল ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে? তালিকা দেখে নিন:

ফুটবলীয় অঞ্চলদলের নাম
উয়েফাইংল্যান্ড
আফ্রিকাআলজেরিয়া,কেপ ভার্দে,ইজিপ্ট,আইভরি কোস্ত,মরক্কো,সেনেগাল,দক্ষিন আফ্রিকা,তৌনিশিয়া
কনকাকাফকানাডা,মেক্সিকো,আমেরিকা(৩টি আয়োজক দেশ)
কনমেবলআর্জে‌ন্টিনা,ব্রাজিল,কলম্বিয়া,ইকুয়েডর,পেরাগুয়ে,উরুগুয়ে
এশিয়াকাতার,সৌদি আরব,অস্ট্রোলিয়া,ইরান,জাপান,জর্ডা‌ন,দক্ষিন কোরিয়া,উজবেকিস্তান
ওশেনিয়ানিউজিল্যান্ড

, , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে