৩৬ বছর পর,২০২২ কাতার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা ফ্রান্সকে ফাইনালে হারিয়ে। আগামী(২০২৬) বছরে কানাডা,আমেরিকা ও মেক্সিকোসহ ৩টি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। প্রথমবারের মত ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৪৮টি দল।

ইতিমধ্যে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করা ২৮ দল
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর,২০২৫) পর্যন্ত ২৮টি দল ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে। উয়েফা থেকে ১টি,আফ্রিকা থেকে ৯টি,কনকাকাফ থেকে ৩টি(হোস্ট দলগুলো),এশিয়া থেকে ৮টি,দক্ষিণ আমেরিকা থেকে ৬টি,ওশেনিয়া থেকে ১টি।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপে মোট ৪৮টি দল অংশ নেবে। এর মধ্যে ইউরোপ (UEFA) থেকে ১৬টি, আফ্রিকা (CAF) থেকে ৯টি, এশিয়া (AFC) থেকে ৮টি, দক্ষিণ আমেরিকা (CONMEBOL) থেকে ৬টি, উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল (CONCACAF) থেকে ৬টি দল এবং ওশেনিয়া (OFC) থেকে ১টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। এছাড়া বাকি ২টি স্থান নির্ধারিত হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে। স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা পেয়েছে।
আরো পড়ুনঃ বাংলাদেশ পড়েছে শক্তিশালী গ্রুপে | এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬
বাকি ২০টি দল কোনগুলো ২০২৬ সালের মার্চের পর জানা যাবে চূড়ান্ত তালিকা। কারন নভেম্বরের শেষের দিকে সরাসরি পদ্ধতিতে আরও বেশকিছু দল ৪৮ দলের তালিকায় যোগ দিবে। ২০২৫ সালের ৫ই ডিসেম্বর ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে এবং মার্চের দিকে সরাসরি অংশগ্রহণ করতে না পারা দলগুলো প্লে-অফ খেলে নিশ্চিত হবে।
| ফুটবলীয় অঞ্চল | দলের নাম |
| উয়েফা | ইংল্যান্ড |
| আফ্রিকা | আলজেরিয়া,কেপ ভার্দে,ইজিপ্ট,আইভরি কোস্ত,মরক্কো,সেনেগাল,দক্ষিন আফ্রিকা,তৌনিশিয়া |
| কনকাকাফ | কানাডা,মেক্সিকো,আমেরিকা(৩টি আয়োজক দেশ) |
| কনমেবল | আর্জেন্টিনা,ব্রাজিল,কলম্বিয়া,ইকুয়েডর,পেরাগুয়ে,উরুগুয়ে |
| এশিয়া | কাতার,সৌদি আরব,অস্ট্রোলিয়া,ইরান,জাপান,জর্ডান,দক্ষিন কোরিয়া,উজবেকিস্তান |
| ওশেনিয়া | নিউজিল্যান্ড |