ফিফা র‍্যাঙ্কিং ২০২৫ অক্টোবর আপডেটে আর্জে‌ন্টিনা-ব্রাজিলের অবস্থা‌ন কোথায়?

ফিফা র‍্যাঙ্কিং ২০২৫ অক্টোবর আপডেটে আর্জে‌ন্টিনা-ব্রাজিলের অবস্থা‌ন কোথায়?

  • প্রকাশিত হয়েছে: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

ফিফা র‍্যাঙ্কিং ২০২৫,ফিফা র‍্যাঙ্কিং ২০২৫ আর্জে‌ন্টিনা,ফিফা ফুটবল র‍্যাঙ্কিং,
                       

ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় পালাবদল: আর্জেন্টিনার দারুণ প্রত্যাবর্তন, ধাক্কায় ব্রাজিল

দীর্ঘ সময় ধরে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আধিপত্য বজায় রেখেছিল আর্জেন্টিনা। কিন্তু গত সেপ্টেম্বরে স্পেনের উত্থানে সেই আসন ছাড়তে হয় বিশ্বচ্যাম্পিয়নদের। লিওনেল মেসির দল তখন নেমে যায় তিনে—যেন রাজা হারায় সিংহাসন।

তবে মাত্র এক মাসের ব্যবধানেই ফের ঘুরে দাঁড়াল আলবিসেলেস্তেরা। শুক্রবার (১৭ অক্টোবর) ফিফার প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে আর্জেন্টিনা। রেটিং পয়েন্ট বেড়েছে আরও , এখন তাদের মোট পয়েন্ট ১৮৭২

অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জন্য সময়টা যাচ্ছে একেবারেই বিপরীতে। ২০২৪ সালের জুলাই থেকে টানা এক বছরেরও বেশি সময় পাঁচ নম্বরে টিকে ছিল সেলেসাওরা। কিন্তু সেপ্টেম্বরে তারা নেমে যায় ছয়ে, আর সর্বশেষ আপডেটে আরও এক ধাপ পিছিয়ে সাত নম্বরে। রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭৫৯—অর্থাৎ তিন পয়েন্টের পতন।

ফিফা র‍্যাঙ্কিং ২০২৫,ফিফা র‍্যাঙ্কিং ২০২৫ আর্জে‌ন্টিনা,ফিফা ফুটবল র‍্যাঙ্কিং,

ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা এগোলেও পিছিয়েছে ব্রাজিল। ছবি- সংগৃহীত


অক্টোবর উইন্ডোতে দুর্দান্ত ছন্দে মেসিরা

আর্জেন্টিনা দারুণভাবে কাজে লাগিয়েছে অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোটা। যুক্তরাষ্ট্র সফরে দুটি প্রীতি ম্যাচ খেলেছে তারা—এবং দুটিতেই জয়!
ভেনেজুয়েলাকে হারিয়েছে ১–০ গোলে, আর পুয়ের্তো রিকোর বিপক্ষে ছয় গোলের মহাউৎসব (৬–০)। এই টানা জয়ের ফলেই র‍্যাঙ্কিংয়ে ফিরেছে তাদের পুরনো জৌলুস।

আরো পড়ুনঃ ২০২৬ সালের বিশ্বকাপে কতটি দল যোগ্যতা অর্জন করেছে?

এশিয়া সফরে ব্রাজিলের উত্থান–পতন

অন্যদিকে ব্রাজিলের সফরটা ছিল মিশ্র অভিজ্ঞতার। এশিয়া সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে ৫–০ গোলে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন—জাপানের বিপক্ষে হেরে বসেছে ৩–২ গোলে। এই হারের ধাক্কাতেই ফিফা র‍্যাঙ্কিংয়ে আবারও নিচে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

স্পেনের রাজত্ব, ফ্রান্সের পতন, ইউরোপে নড়াচড়া

শীর্ষে আগের মতোই স্পেন, রেটিং পয়েন্ট বেড়ে এখন ১৮৮১
ফ্রান্স এক ধাপ পিছিয়ে তিন নম্বরে, পয়েন্ট ১৮৬৩
ইংল্যান্ডপর্তুগাল যথাক্রমে চার ও পাঁচ নম্বরে অবস্থান ধরে রেখেছে।

তবে তালিকায় পরিবর্তন এসেছে মাঝের দিকগুলোতে।
নেদারল্যান্ডস এক ধাপ এগিয়ে ছয়ে (১৭৬০ পয়েন্ট),
বেলজিয়াম আগের মতোই আট নম্বরে (১৭৪০ পয়েন্ট)।
ইতালিজার্মানি দুজনেই উন্নতি করেছে—ইতালি নবম স্থানে (১৭১৭ পয়েন্ট), আর জার্মানি দুই ধাপ এগিয়ে দশম স্থানে ফিরেছে (১৭১৩ পয়েন্ট)।

, , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে