এক দিকে রংপুরের জয় যাত্রা,কিন্তু অপরদিকে পুরো উলটো চিত্র ঢাকার। চলতি বিপিএলে এখনো কোনো জয়ের দেখা পায়নি ফ্রাঞ্চাইজিটি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চিটাগং কিংসের কাছে ৭ উইকেটে হেরে টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখল ঢাকা। গেলবারও ঢাকারই আরেক ফ্রাঞ্চাইজি ঠিক এরকম বিপদে পড়েছিল,তখনও দল্টির হেড কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। এই হারের কারনে সাব্বির রহমানের ৮২ রানের দুর্দান্ত ইনিংসটি ফিকে পড়ে গেছে।
টানা পাঁচ ম্যাচে হেরেছে ঢাকা। ছবি- সংগৃহীত
সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৭ রান। তবে চিটাগং কিংস ৩ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে।
রান তাড়ায় চিটাগংয়ের দুর্দান্ত শুরু
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পায় চিটাগং। উদ্বোধনী জুটিতে পারভেজ হোসেন ইমন ও উসমান খান যোগ করেন ৫৫ রান। ইমনকে ১৭ রানে ফারমানউল্লাহ সফি আউট করলে ভাঙে এই জুটি। তবে উসমান খান ৩৩ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। তার বিদায়ের পর গ্রাহাম ক্লার্ক মাঠে নেমে মেরে খেলা শুরু করেন।
দলীয় ১৪৪ রানের মাথায় ক্লার্ক (৩৯) আউট হলে কিছুটা চাপ তৈরি হয়। তবে শামীম পাটোয়ারি ১৪ বলে ৩০ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। অপরপ্রান্তে ২২ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিথুন। ঢাকার হয়ে সফি, মোসাদ্দেক ও মুস্তাফিজ একটি করে উইকেট নেন।
ঢাকার ব্যাটিংয়ে সাব্বিরের ঝড়ো ইনিংস
ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ তারকা জেসন রয় (১) আউট হয়ে গেলে ব্যাকফুটে পড়ে ঢাকা। তানজিদ হাসান তামিম একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে স্টিফেন ইসকেনাজি (৫) ও শাহাদাত হোসেন দীপু (৯) দ্রুত ফিরে যান।
এরপর সাব্বির রহমানের ৩৩ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংসে বড় সংগ্রহ পায় ঢাকা। তার ২৪৮.৪৮ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল ৩টি চার ও ৯টি ছক্কার মার। তানজিদও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ৪৮ বলে ৫৪ রান করেন তিনি।
চিটাগংয়ের হয়ে খালেদ আহমেদ ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া আলিস আল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ক্যাপিটালস: ১৭৭/৫ (২০ ওভার)
চিটাগং কিংস: ১৮০/৩ (১৯.৩ ওভার)
ফলাফল: চিটাগং কিংস ৭ উইকেটে জয়ী