হান্সি ফ্লিকের বার্সেলোনা দুইয়ে দুই

হান্সি ফ্লিকের বার্সেলোনা দুইয়ে দুই

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২২ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

Lamin yamal,Barcelona,Athletic Club,Barcelona vs Athletic Club
অ্যাথলেটিক ক্লাবের সাথে গোলের পর লামিন ইয়ামালের বাদ ভাঙ্গা উল্লাস | ছবি: গেটি ইমেজ

লালিগায় বার্সেলোনার টানা দ্বিতীয় জয় হান্সি ফ্লিকের অধীনে। গত মৌসুমের ট্রফি খরা ঘুচাতে মরিয়া হয়ে আছে লামিন ইয়ামাল,লেভানডফস্কিরা। বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে অবস্থান করছে। গতকাল (শনিবার) অ্যাথলেটিক ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

Lamin yamal,Barcelona,Athletic Club,Barcelona vs Athletic Club

অ্যাথলেটিক ক্লাবের সাথে গোলের পর লামিন ইয়ামালের বাদ ভাঙ্গা উল্লাস | ছবি: গেটি ইমেজ


২০২৪ ইউরো ইস্পেনের জেতার পিছনে অবদান রাখার লিস্ট করলে,লামিন ইয়ামাল শীর্ষ তিনে জায়গা করে নিবে। সেই একই ফর্ম টেনে যাচ্ছে লালিগায়ও। বা পায়ের কার্ল শটে ২৪’ মিনিটেই বার্সেলোনাকে ১-০ তে এগিয়ে দেয়। অবশ্য বলটি প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের মাথায় লেগে গোল পোস্টে পৌছায়।

 

জর্দি আলবা ও বুসকেটসদের মতো ভাল মানের ডিফেন্ডারদের অভাব এখনও মনে করে বার্সেলোনা। তারই প্রমাণ ৪০’ মিনিটে অ্যাথলেটিক ক্লাবকে পেনাল্টি উপহার দেবার কারন। সেখান থেকে ভুল করেনি তারা। ১-১ সমতায় ফিরিয়ে আনে ম্যাচ।

আরও পড়ুন: দানি ওলমোকে দলে ভেড়ালো বার্সেলোনা!

তবে শেষ ভাগের ৭৫’ মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে বার্সেলোনা ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছারে। এই গোলটাও রিফ্লেক্টের মাধ্যমে পাওয়া।

, , , ,

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে