বাংলাদেশ বনাম মালদ্বীপ: ঘরের মাঠে হার দেখলো বাংলাদেশ

বাংলাদেশ বনাম মালদ্বীপ: ঘরের মাঠে হার দেখলো বাংলাদেশ

  • প্রকাশিত হয়েছে: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

Sheikh morsalin,ban vs maldives,Bangladesh vs maldives,fifa friendly 2024,
বাংলাদেশ বনাম মালদ্বীপ | ছবি: সংগৃহীত
                       

ঘরের মাঠে ফিফা প্রীতি ম্যাচে ১-০ গোলের হার দেখলো রাকিব-মোরসালিনরা। এই একই মাঠে বিশ্বকাপ-এশিয়া কাপ বাছাই পর্বে মালদ্বীপকে হারিয়ে ২য় রাউন্ডে যায়গা করে নিয়েছিল বাংলাদেশ। অক্টোবরের পাওয়া লজ্জার শোধ করলো মালদ্বীপ। বাংলাদেশের জন্য এই দুইটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজ (বুধবার) বাংলাদেশ হার না দেখলে,আশা থাকতো এশিয়ান গেমসে পট-৩ এ কোয়ালিফায়ার খেলার। তবে সেই আশা ভঙ্গ করে দিয়েছে মালদ্বীপ।

Sheikh morsalin,ban vs maldives,Bangladesh vs maldives,fifa friendly 2024,

বাংলাদেশ বনাম মালদ্বীপ | ছবি: সংগৃহীত


বাংলাদেশ শুরুটা ভাল করলেও,শেষ পর্যন্ত নিজেদের নার্ভ ধরে রাখতে পারেনি এবং বাজে ফিনিশিংই ভুগিয়েছে ম্যাচ জুড়ে। ১৮তম মিনিটে হামজার সেট-পিস থেকে আলী ফাসীরের হেডে ১-০ লিড পায় মালদ্বীপ। এরপর আর বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি।

 

মালদ্বীপের হয়ে আজ দেয়াল হয়ে দাড়িয়েছিল মালদ্বীপের গোলরক্ষক হুসেইন শারিফ। তিনি একের পর এক দুর্দান্ত সেইভ করে,দলকে বাচিয়েছেন। তাছাড়া বাংলাদেশের স্ট্রাইকার ও উইয়াঙ্গারদের ভাল ফিনিশিংয়ের অভাবে গোল দেখতে পায়নি বাংলাদেশ।

 

বিগত ১ বছর যাবত মালদ্বীপের জাতীয় খেলোয়াড়দের দেখা যায়নি কোনো আন্তর্জাতিক খেলায়। সেই মালদ্বীপ আজ (বুধবার) বাংলাদেশের ঘরের মাঠে হারিয়ে দিল।

 

এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে মালদ্বীপ। আগামী শনিবার (১৬ নভেম্বর) সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

, , ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে