টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : সাইফউদ্দিনকে বাদ দিয়ে বিসিবির দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : সাইফউদ্দিনকে বাদ দিয়ে বিসিবির দল ঘোষণা

  • প্রকাশিত হয়েছে: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৫৭ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

Bangladesh world cup t20 squad,Bangladesh world cup team.
সাইফুদ্দিনকে বাদ দিয়ে,তাসকিনকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির | ছবি: সংগৃহীত

বরাবরের মতোই বাংলাদেশ যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য সবার পরে দল ঘোষণা করে। এবারও তার ব্যাতিক্রম নয়। তাসকিন আহাম্মেদকে সহ-অধিনায়ক এবং নাজমুল শান্তকে অধিনায়ক রেখে ১৫ সদস্যের ২জন রিজার্ভ রেখে দল ঘোষণা করেছে বিসিবি। গত টি-টোয়েন্টি সিরিজে খেলা সাইফুদ্দিন পড়েছে বিশ্ব আসর থেকে বাদ।

Bangladesh world cup t20 squad,Bangladesh world cup team.

সাইফুদ্দিনকে বাদ দিয়ে,তাসকিনকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির | ছবি: সংগৃহীত


তাসকিন আহাম্মেদের ইনজুরি আশঙ্কা থাকলেও,তাকে রাখা হয়েছে বিশ্বকাপের মত বড় মঞ্চে। তবে কি কারনে সাইফুদ্দিন দল থেকে যায়গা হারিয়েছে,তা নিয়ে বলেছেন নির্বাচক প্যানেল।

 

সাইফউদ্দিনকে দলে না রাখা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ‘দুটো রাস্তা ছিল আমাদের সামনে– প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদেরও পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফউদ্দিনের পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম, তার ওপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে এই (জিম্বাবুয়ে) সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব। সে কারণে সাইফউদ্দিনকে রাখা হয়নি।’

আরও পড়ুনঃ >>নিজের কোম্পানির ব্যাটেই সফল ইমরুল কায়েস

তিনি আরও বলেন, ‘সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি। তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো। তার সঙ্গে সাইফউদ্দিনের প্রতিযোগিতা চলছিল। সে জায়গায় সাকিব উৎরে গেছে। হাসান মাহমুদকেও আমরা ক্যারি করতে হচ্ছে, তবে আশা করি তাকে খেলানো লাগবে না।’

 

তবে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ যায়গা করে নিয়েছে বিশ্বকাপে। তাছাড়া অনেকেই খেলবেন তাদের সিনিয়র ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ।

 

টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল

 

নাজমুল হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ–অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, তানভীর ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান।

 

রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।

 

কেমন লাগলো আপনার কাছে এই স্কোয়াড। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন,নিচে কমেন্ট বক্সে লিখে। পোস্টি ভাল লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ

, , ,

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে