লেবাননের সাথে ফিফা কোয়ালিফায়ারে বাংলাদেশের ড্র

লেবাননের সাথে ফিফা কোয়ালিফায়ারে বাংলাদেশের ড্র

  • প্রকাশিত হয়েছে: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৪০ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

বাংলার নতুন গোলমেশিন শেখ মোরসালিন | ছবিঃ বিডিস্পোর্টসনাও

সম্ভবত বাংলাদেশ পেয়ে গেছে বাংলাদেশের গোলমেশিন। বয়স ১৮ও না পেরেনো মুরসালীন, আলো সব নিজের কাছে কেরে নিচ্ছেন। যার প্রতিভা প্রথম দেখা গিয়েছিল এএফসি কাপে, তারপর আফগানিস্তানের ম্যাচে এখন লেবাননের সাথে। বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো কে সবাই কম বেশি চেনে লং রেঞ্জের জাদুকর হিসেবে। তাকেই ফলো করেন মোরসালিন।

sheikh Morsalin

অস্ট্রেলিয়ার ঘরের মাঠে কিছুদিন আগেও বাংলাদেশ ৭-০ তে হারার পর,বাংলাদেশের খেলোয়াড়দের মানসিকভাবে পিছিয়ে থাকার কথা ছিল। তবে আজ বাংলাদেশের ঘরের মাঠ কিংস এরেনায় প্রথমে পিছিয়ে পড়েও,পরে মোরসালিনের চমৎকার গোলে বাংলাদেশ কামব্যাক করে। প্রথম গোলটা যেভাবে বাংলাদেশ হজম করেছে,সেটা মূলত গোল রক্ষকের ভুলে। সেটা না হলে,বাংলাদেশ হয়তো জয় নিয়ে মাঠ ছাড়তে পারত।

 

গত এই ১ বছরে যেই ব্র্যান্ড অপ ফুটবল খেলেছে,তাতে সবার নজর কেরেছে। আজকের ম্যাচে ড্রয়ের ফলে ইতিমধ্যে পেয়েছে সুখবর। তারা ফিফা র‍্যাংকিংয়ে ১৮৩ তম অবস্থান থেকে ১ ধাপ এগিয়ে ১৮২তম স্থানে চলে এসেছে। এভাবেই বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক।

 

শুভকামনা বাংলাদেশ ও শুভকামনা মোরসালিন।

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে