বাংলাদেশের লক্ষ্য ২৫৮,পারবে বাংলাদেশ!

বাংলাদেশের লক্ষ্য ২৫৮,পারবে বাংলাদেশ!

  • প্রকাশিত হয়েছে: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬০ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

                       

বাংলাদেশের সামনে ২৫৮ রানের লক্ষ্য সেট করে দিয়েছে শ্রীলঙ্কার ব্যাটাররা। বাংলাদেশকে এশিয়া কাপে টিকে থাকতে হলে,অবশ্যই এই ম্যাচ জেতা ছাড়া আর দ্বিতীয় উপায় নেই।

শরিফুলের জোরা উইকেটে বাংলাদেশের ম্যাচে ফিরে আসে | ছবিঃ বিসিবি

গ্রুপ ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ব্যাটিংয়ে পরাস্থ হলেও,বোলিংয়ে বাংলাদেশ ঠিকই ভালো করেছিল। তাই আজকে বাংলাদেশ টসে জিতে প্রথমে বোলিং করবার সিদ্ধান্ত নেয়। পেসাররা শুরুতে ভালো করতে না পারলেও। মাঝে ২য় পাওয়ার প্লেতে নিজেদের স্ব-রূপে ফিরে আসে।

তবুও শ্রীলঙ্কাকে আটকাতে পারেনি ২৩০ কিংবা ২৪০ এর মধ্যে। নিসানকা ৪০ করে ফিরলেও মেন্ডিস খেলে দিয়ে আসে ৫০ রানের ইনিংস। তবে শরিফুল ইসলামের জোরা আঘাতে শ্রীলঙ্কা আবারও ব্যাক ফুটে চলে যায়। তার পরেও সাদিরার ৮ চার ও ২ ছক্কায় ব্যাক্তিগত ৯৩ করে কাটা পরলেও দলকে ২৫৭ পর্যন্ত শেষ অবদি নিয়ে যায়।

হাসান মাহমুদ শুরু থেকেই হাল ধরেছেন | ছবিঃ বিসিবি

বোলিংয়ে আজ নৈপুণ্যতা দেখিয়েছেন হাসান মাহমুদ। তিনি ৯ ওভার বল করে ৫৭ রানের খরচায় নিয়েছেন ৩ উইকেট। তাছাড়া তাসকিন ৩টি ও ২টি নিয়েছেন শরিফুল।

বাংলাদেশ আজ একজন ব্যাটার কম নিয়ে খেলছে। বাংলাদেশ কি পারবে ২৫৮ তারা করে ম্যাচটি জয় লাভ করতে?

, , ,


মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে