বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড চূড়ান্ত,কারা থাকছেন?

বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড চূড়ান্ত,কারা থাকছেন?

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট দল,বাংলাদেশ ক্রিকেট,আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি,চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫,
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত
                       

আগামী মাসের (ফেব্রুয়ারী) ১৯ তারিখ পর্দা উঠছে পাকিস্তান ও আরব আমিরাতের মাটিতে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫। টুর্নামেন্ট শুরু হতে এখনও ১ মাসেরও বেশি সময় বাকি থাকলেও,আইসিসিতে জমা দিতে হবে ১৫ সদস্যের চূড়ান্ত দল এই মাসেই এবং সেটা আজকের মধ্যেই (১২ই জানুয়ারি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও ঘোষণা করেনি সেই ১৫জন কারা!। তাই আজকের মধ্যেই বিসিবিকে ঘোষণা করতে হবে দল।

বাংলাদেশ ক্রিকেট দল,বাংলাদেশ ক্রিকেট,আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি,চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫,

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত


বিসিবি থেকে সরাসরি ১৫ সদস্যের দল ঘোষনা না করা হলেও,বিডিস্পোর্সনাও ধারনা করছে যে ১৫জন যাচ্ছে পাকিস্তান ও আরব আমিরাতের উদ্দেশ্যে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে।

 

দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান গত কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে তার এক পোস্টে স্পষ্টভাবেই তার অবসরের কথা জানিয়ে দিয়েছেন। যার কারনে নিশ্চিতভাবেই তিনি থাকছেন না স্কোয়াডে। তামিমের সঙ্গি হচ্ছেন তার আরেক সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যিনি কিনা ১ যুগেরও বেশি সময় ধরে শাষন করেছেন,আইসিসির অলরাউন্ডারের ১নম্বর অবস্থান। তা আবার ৩ ফর্মেটেই।


আরো পড়ুনঃ

চ্যাম্পিয়ন্স‌ ট্রফি ২০২৫ বাংলাদেশ স্কোয়াড ঘোষনা,আছে ২ চমক

শান্তর বিদায়: বাংলাদেশ টি-টোয়েন্টিতে কার নেতৃত্বে এগোবে


সাকিব এ নিয়ে পরপর ২বার বোলিং একশন ভুল অভিযোগে পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি। তা ছাড়া তার ব্যাটিংয়েরও বেশখানিকটা ধার কমেছে। যার ফলে নিশ্চিতভাবেই তিনিও থাকছেননা স্কোয়াডে।

 

সাম্প্রতিক সময়ে জাতীয় দল ও ফ্রাঞ্চাইজির হয়ে ফর্মে থাকা সৌম্য তার স্থান দলে পাকাপোক্তভাবেই করে নিয়েছে। তার ওপেনিং জুটি হিসেবে থাকছেন গেল ওয়ানডে সিরিজে (ওয়েস্ট ইন্ডিজ) ভাল খেলা তানজিদ হাসান। ভারতে অনুষ্ঠিত হওয়া আইসিসির শেষ ওয়ানডে ফর্মেটের টুর্নামেন্টে,ব্যাকআপ ওপেনার না রাখায় দলে,বাংলাদেশ বেশ ভুগেছে। তাই সেই চিন্তা করে এইবার হয়তো সেই যায়গায় থাকতে পারেন লিটন দাস অথবা পারভেজ হোসেন ঈমন। এই যায়গাটায় লিটন নিজেই তার যায়গাটা নড়বড়ে করে তুলেছেন। সাম্প্রতিক কিছু সিরিজে তার ব্যাট হাসেনি। তিনি ডাবল ডিজিটের ঘরেই পৌছেতে পারেনি। যেহেতু সাকিব,তামিমের মত অভিজ্ঞ খেলোয়াড় থাকছেননা। সেই হিসেবে লিটন দাসেরই সম্ভাবনার যায়গাটা বেশি। তবে সেটা চূড়ান্ত নয়।

 

চারে অধিনায়ক শান্ত,পাঁচে তাওহীদ হৃদয়,ছয়ে মুশফিকুর রহিম,সাতে মাহমুদউল্লাহ রিয়াদ,আটে জাকের আলী ও নয়ে মেহেদি হাসান মিরাজ। এই ব্যাটসম্যান ও অলরাউন্ডারদের যায়গা পাকা।

 

সাকিব না থাকাতে নাসুম ১০ নম্বরে সুযোগ পেতে যাচ্ছেন। তাছাড়া ওয়ানডেতে নিজেকে খুঁজে ফেরা রিশাদ হোসেন এক্স-ফেক্টর হিসেবে ১১ নম্বর খেলোয়াড় হিসেবে থাকছেন। বাকি চারজনের যায়গায় থাকছেন পেসাররা।

 

সেখানে পেস বোলারদের নেতা হিসেবে থাকছেন তাসকিন আহমেদ,তারপর একে একে মুস্তাফিজুর রহমান ও গতির ঝড় তুলতে নাহিদ রানা। তবে ১৫ নম্বরে ফাইট হচ্ছে ৩ জনের। তানজিম সাকিব,শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। তবে সেখানে সাকিবই শেষমেষ তার গেল বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ভাল করা এবং সাম্প্রতিক ফর্মের কারনেই যায়গা করে নিবে।

 

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ১৫ সদস্যের সম্ভাব্য দলঃ

 

টপ-অর্ডারঃ সৌম্য সরকার,তানজিদ হাসান তামিম,লিটন কুমার দাস,নাজমুল হোসেন শান্ত,তাওহীদ রূদয়,মুশফিকুর রহিম।

মিডেল অর্ডারঃ মাহমুদউল্লাহ রিয়াদ,মেহেদী হাসান মিরাজ,জাকের আলী অনিক,রিশাদ হোসেন।

লোয়ার-অর্ডারঃ নাসুম আহমেদ,তাসকিন আহমেদ,মুস্তাফিজুর রহমান,তানজিম সাকিব,নাহিদ রানা।

, , ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে