অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৪: বাংলাদেশের যুবাদের টানা ২য় বার জয়

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৪: বাংলাদেশের যুবাদের টানা ২য় বার জয়

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫০৭ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

ইকবাল হোসেন ইমন,অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ,অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৪,ban vs ind,ind vs ban,bd vs ind,ind vs bn,india vs Bangladesh.
ফাইনালে ইমনের ৩ উইকেট শিকার | ছবি: এসিসি
                       

গতবারের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল ছিল বাংলাদেশ। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৪ ট্রফিও হাতছাড়া করতে চায়নি বাংলাদেশের যুবারা। ভারতকে ৫৯ রানে হারিয়ে আরও একবার বাংলাদেশের জন্য ট্রফি উচিয়ে ধরলেন। বাংলাদেশের জয়যাত্রা,ফুটবল কিংবা ক্রিকেটে থামছেই না জুলাইয়ের সেই স্বৈরাচার বিদায়ের পর থেকে। এটা অবশ্যই বাংলাদেশ ২.০।

ইকবাল হোসেন ইমন,অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ,অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৪,ban vs ind,ind vs ban,bd vs ind,ind vs bn,india vs Bangladesh.

ফাইনালে ইমনের ৩ উইকেট শিকার | ছবি: এসিসি


বাংলাদেশ বনাম ভারত

ফাইনালে ভারতের যুবারা টসে জিতে বাংলাদেশ যুবাদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। সেখানে বাংলাদেশ ১৯৮ রানে থামে। রিজান হোসেনের ৬৫ বলে ৪৭ রান বাংলাদেশের ব্যাটিং ইনিংসে সবচেয়ে বেশি অবদান ছিল। এই দিন বাংলাদেশের টপ-অর্ডার ক্লিক করেনি। এছাড়াও শিহাব জেমস ৪০(৬৭) ও ফরিদ হাসানের ৩৯(৪৯) রান দলের জন্য ইম্পেক্টফুল ছিল।

আরও পড়ুন: ঐতিহাসিক প্রত্যাবর্তন! কিংস্টনে রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ

বাংলাদেশকে ১৯৮ রানের অল্প রানে আটকে দেওয়ার দিনে ২ উইকেট করে নেন গুহা,চেতন শারমা ও হার্দিক। তার পাশাপাশি ১ টি করে উইকেট তুলেন কিরান,কার্থিকিয়া ও আউশ।

 

বাংলাদেশের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তারা করে জয় লাভ করাটা ভারতের জন্য সময়ের ব্যাপার ছিল। তবে বাংলাদেশ সেই সপ্ন ভারতের সত্যি হতে দেয়নি। লক্ষ্যমাত্রা ছোট হলেও,বাংলাদেশের বোলাররা রীতিমতো ভারতীয় ব্যাটারদের খাবি খাইয়ে দিয়েছিল।

বাংলাদেশ বনাম ভারত,অনূর্ধ্ব এশিয়া কাপ ২০২৪,এশিয়া কাপ,যুব এশিয়া কাপ,বাংলাদেশ অনূর্ধ্ব ১৯,ban vs ind,bd vs ind,Bangladesh vs india.

ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়ে মারুফের উদযাপন | ছবি: এসিসি


দলীয় ৪ রানের মাথায় ভারত তাদের প্রথম উইকেট হারায়। ভারতীয় ব্যাটারদের প্রথম থেকেই ব্যাটিং পতন শুরু হয়। ৫ নম্বরে ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমান ২৬(৬৫) এসে দলের হাল ধরার চেস্টা করেন। এক পাশে তাসের ঘরের মত উইকেটের পতন হচ্ছিল কিন্তু তারপরও তিনি টেনে নিয় যাচ্ছিলেন। যখন এই আমান বাংলাদেশের গলার কাটা হয়ে দাড়ায়। তখন বাংলাদেশী অধিনায়ক তামিম স্বয়ং বোলিংয়ে এসে,সেই আমানকে ফিরান ডাগআউটে।

 

শেষে হার্দিক রাজ ২৪(২১) রানের এক ক্যামিও খেলেন। তবে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতকে ১৩৯ রানে আটকে দেয়। যার ফলে ৫৯ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।

এইদিন ইকবাল হোসেন ইমন ৩টি,আজিজুল হাকিম তামিম ৩টি,আল ফাহাদ ২টি এবং ১টি করে উইকেট নেন মারুফ মৃধা ও রিজান হোসেন।

 

টুর্নামেন্ট ও ম্যাচ সেরা হয়েছেন ইকবাল হোসেন ইমন। তিনি পুরো এশিয়া কাপ জুড়ে ১৫টি উইকেট শিকার করেছেন। এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তিনি করেছেন ৫ ইনিংসে ২০৪ রান।

, , , ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে