চিন্তায় আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটি

চিন্তায় আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটি

রাহাত ভূইঁয়া
  • প্রকাশিত হয়েছে: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

ম্যানচেস্টার সিটি,পেপ গার্দিওয়ালা,আর্সেনাল,মাইকেল আর্টেটা
ম্যান সিটি ২-২ আর্সেনাল।ছবি : Goal.com

গতকাল রাতে অনুষ্ঠিত প্রিমিয়ার লীগ ম্যাচে ম্যানসিটির মাঠেই মুখোমুখি হয়েছিলো ম্যানসিটি ও আর্সেনাল।ম্যাচটি জুড়ে ছিলো টানটান উত্তেজনা ও চিন্তা চ্যাম্পিয়নস লীগে ইন্টার মিলানের সাথে ড্র করার পর গতকাল আর্সেনালের সাথে একটু ভিন্ন ফরমেশনে সাজিয়ে ছিলেন দলকে।

ম্যানচেস্টার সিটি,পেপ গার্দিওয়ালা,আর্সেনাল,মাইকেল আর্টেটা

ম্যান সিটি ২-২ আর্সেনাল।ছবি : Goal.com


শুরুটা বেশ ভালো করেছিলো পেপ গার্দিওয়ালার দল।কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এই গোলের উল্লাস। ২১ মিনিটে রড্রির আঘাতের জন্য পরির্বতে রড্রির বদলে কোভাচিচ কে পরিবর্তন করে পেপ গার্দিওয়ালা।

২২মিনিটে মার্টেনেলির পাসে ডি-বক্সের বাহির থেকে শুট করে গোল করেন রিকার্ডো কালাফিওরি।আর্সেনালের এই গোলের পর পেপ গার্দিওয়ালা রাগে টেনশনে বসার চেয়ারটিকেও লাথি মারে।অপরদিকে আর্সেনালের খেলোয়াড়রা ছুটে মাইকেল আর্টেতার কাছে এসে গোলের উল্লাসে মেতে উঠে।

ম্যাচ শুরুর ৯মিনিটেই সাবিনহোর এসিস্টটে আরলিং

হলান্ড গোলরক্ষক রায়াকে ফাকি দিয়ে তার হাতের নিচে দিয়ে শুট করে বল আর্সেনালের জালে প্রবেশ করিয়ে দলকে এগিয়ে রেখেছিলেন ১-০ গোলে।৪৫+১ মিনিটে সাকার কর্নার কিকে হেড দিয়ে গোল করে সকলকে চমকে দিয়ে আর্সেনালকে ২-১ এ এগিয়ে নিয়ে যায় গেব্রিয়্যাল।

৪৫+১ মিনিটে আর্সেনালের ২য় গোলের সাথে সাথে ফাউলের জন্য ইয়েলো কার্ড এর দেখা ডিয়াজ পায়।

ডিয়াজের পরে ৪৫+৭ মিনিটে এবারের ইয়েলো কার্ডের দেখা পায় আর্সেনালের থোমাস পার্তে।এবারে ৪৫+৮ মিনিটে বার্নাডো সিলভাকে ধাক্কা দেয়ায় রেড কার্ডের সম্মুখীন হতে হয় থ্রজাডকে।

১ম ৪৫ মিনিটে পেপ গার্দিওয়ালার দল মোট ৫টি শুট করে যার মধ্যে দুইটি ছিল শট অন টার্গেট।পাস খেলেছেন ২৮৬ টা যার মধ্যে ২৫১ টি সঠিক পাস

সাথে তারা ২টি বড় সুযোগ হাত ছাড়াও করেছে।অপরদিকে মাইকেল আর্টেতার দল ১ম ৪৫মিনিটে মোট ৪টি শুট করেছে যার মধ্যে ২টি ছিল শট অন টার্গেট।

এর সাথে তারা দুইটা বিগ চান্স পেয়েও কাজে লাগাতে পারেনি।পাস খেলেছে ১৪২ টি যার মধ্যে ১১৫টি ছিলো সঠিক পাস।১ম হাফের শেষে ম্যানসিটির থেকে এক গোলে এগিয়ে ছিল আর্সেনাল।২য় হাফের শুরুতেই ৪৬মিনিটে খেলোয়াড় পরিবর্তন করে আর্সেনাল।বুকায়ো সাকার জায়গা নেয় বেন হোয়াইট।

এবারে ৫৯ মিনিটে কাইল ওর্কার এর ক্রসে হলান্ড শুট করে কিন্তু রায়া বলটি সেভ করে ম্যানসিটিকে সমতায় আসতে বাধাঁ দেয়।আবারো ৬০ মিনিটে শুট করে গ্রাভিডল কিন্তু রায়া বলটি আবার ফিরিয়ে দেয়।১ম হাফের শেষে থেকে ম্যানসিটি শুটের পরে শুট করে যাচ্ছে কিন্তু আর্সেনালের খেলোয়াড়রা দেয়ালের মতো তাদের বিপক্ষে রুখে দাঁড়িয়েছে।

৭০ মিনিটে ডকুর পরির্বতে সাবটিটিউট হয়ে মাঠে প্রবেশ করে ফোডেন।৭৪মিনিটে কালাফিওরির পরিবর্তন হয় কিউয়ির সাথে।৭৮ মিনিটে আবার ওর্কার এর পরির্বতে মাঠে প্রবেশ করে স্টোন্স।৮০ মিনিটে সাবিনহো জায়গা নিতে চলে আসে গ্রিলিশ।৮৩ মিনিটে রাইসও ছাড় পেলোনা ইয়েলো কার্ডের  হাত থেকে।৮৭ মিনিটে জেসুস এর জায়গায় আসে মার্টিনেল্লি।

এবারে ৯০+১ মিনিটে বার্নাডো সিলভাকেও রেফারি ইয়েলো কার্ড দেখায়।৯০+২ মিনিটে সর্বশেষ সাবটিটিউট হয় টিম্বারের পরির্বতে লুইস স্কেলি।এবারে জেসুস ম্যানসিটির কর্নার ঠেকাতে গিয়ে নিজে ইয়েলোর সম্মুখীনে পরলো।

৯০+৮ মিনিটে কোভাচিচ শুট করে কিন্তু রায়া সেটা ফিরয়ে দিলে পরে আবার স্টোন্স শুট করে যেটায় আর্সেনালের জালে বল প্রবেশ করে।শেষ পর্যন্ত রক্ষা করতে পারলো না আর্সেনাল।অবশেষে ম্যানসিটি গোল করে দলকে সমতায় নিয়ে আসে।অবশেষে দুই দলের ২-২ গোল ছিল এবং ম্যাচটি ড্র হয়।

, , ,

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে