আর্সেনাল ৫-১ ম্যান সিটি
৫-১ গোলে বিপর্যস্ত করলো সিটিকে আর্সেনাল | ছবি: এএফপি
চার বারের টানা প্রিমিয়ার লিগ জয়ী পেপ গার্দিওয়ালার সিটিকে নিজেদের ঘরের মাঠ এমিরেটসে উড়িয়ে দিল গানার্স খ্যাত আর্সেনাল। ৫-১ গোল এর বিশাল জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। এই জয়ে ৫০ পয়েন্ট নিয়ে লিভারপুল থেকে ৬ পয়েন্ট কমে টেবিলের দুইয়ে আছে আর্সেনাল।
৭৬’ মিনিটে হাভার্টজের গোলে হালিতে পৌছায় আর্সেনাল | ছবি: গেটি ইমেজ
এর আগেরদিন(শনিবার) পহেলা ফেব্রুয়ারী লিভারপুল বোর্নমাউথকে ২-০ গোলে জিতে ৯ পয়েন্টে এগিয়ে যায়। সেই চাপ সামলিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকতে গতকাল(রবিবার) সিটির সাথে জয় ছাড়া বিকল্প ছিলনা।
ম্যান সিটি মাঝপথে ফিরতে শুরু করেছিল নিজেদের চিরচেনা ছন্দে। তবে আবারও এই হারে অশনি সংকেত এর জানান দিচ্ছে সিটিকে।
৬২’ মিনিটে প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোল পেয়ে,লুইস স্কেলি হল্যান্ডকে খোঁচাস্বরুপ তার সেলিব্রেশনকে নকল করলেন | ছবি: গেটি ইমেজ
শুরুতেই ২’ মিনিটের মাথায় আর্সেনাল ম্যাচে লিড নিয়ে নেয়। কাই হাভার্টজের এসিস্টে অধিনায়ক ওডেগার্ড দলকে এগিয়ে দেন। ম্যাচের ৫’ মিনিটের সময় মার্টেনালি বল জালে জড়ালেও অফসাইডে গোল বাতিল হয়ে যায়।
Read More: বার্সেলোনা-বেনফিকার ৯ গোল,অতপর কামব্যাক যা এর আগে দেখেননি কোচ হান্সি ফ্লিক
বিরতিতে আর্সেনাল ১ গোলে এগিয়ে থেকেই যায়। শেষ ভাগের ৪৫ মিনিটে খেলতে এসে, ম্যাচের ৫৫’ মিনিটে সিটি ম্যাচ সমতায় ফেরে হল্যান্ডের হ্যাডে। এর ১ মিনিট বাদেই আর্সেনাল ফের লিড নেয় পার্টেইয়ের গোলে। ৬২’ মিনিটে স্কেলি,৭৬’ মিনিটে হাভার্টজ ও ইনজুরি সময়ে ৯০+৩’ মিনিটে নোয়ানেরি ২য় ভাগের হালি পূরণ করে। এই হারে ৫-১ এর লজ্জাজনক হার নিয়ে বাড়ি ফিরতে হয় সিটিকে।
লিভারপুল নিশ্চিতভাবেই সবার থেকে এগিয়ে আছে। তবে তাদেরকে সাবধানী হতে হবে। কারন কখন পাশার দান উল্টে যায় বলা যায়না।