১৩ বছর পর আর্সেনাল কোয়ার্টার ফাইনালে

১৩ বছর পর আর্সেনাল কোয়ার্টার ফাইনালে

  • প্রকাশিত হয়েছে: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৩২ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

আর্তেতার দল ১৩ বছর পর কোয়ার্টার ফাইনালে
আর্তেতার দল ১৩ বছর পর কোয়ার্টার ফাইনালে | ছবি: রয়টার্স

পোর্তোকে ট্রাই বেকারে হারিয়ে,ইউসিএলের শেষ আটে যায়গা করে নিয়েছে মিকেল আর্তেতার দল আর্সেনাল। আর্সেনালকে কোয়ার্টার ফাইনালে নিতে সবচেয়ে বড় অবদান ডেভিড রায়ার(গোলরক্ষক)। স্পট কিকে তার দুটি সেইভে দল জয় নিশ্চিত করে। ২০০৯-১০ এর লম্বা সময় বাদে ফের আর্সেনাল খেলবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে।

আর্সেনালকে শেষ আটে যায়গা করে দেওয়ার নায়ক গোলরক্ষক ডেভিড রায়া

আর্সেনালকে শেষ আটে যায়গা করে দেওয়ার নায়ক গোলরক্ষক ডেভিড রায়া | ছবি: এক্স


নিজেদের ঘরের মাঠ এমিরেটসে (১-০) গোলের এগ্রিগেটে পিছিয়ে থেকে শুরু করে আর্সেনাল। পোর্তোর ঘরের মাঠে ১-০ গোলে ১ম লেগে হেরেই নিজেদের উপর চাপ বাড়ায় আর্সেনাল। তবে লিয়ান্দ্র ত্রোসার্ডের ৪১’ মিনিটের গোলে ম্যাচে এগিয়ে থাকলেও,এগ্রিগেটে সমতা ফিরে।

আর্সেনালকে ম্যাচে টিকিয়ে রেখেছিল ত্রোসার্ড

আর্সেনালকে ম্যাচে টিকিয়ে রেখেছিল ত্রোসার্ড | ছবি: এক্স


তারপর আর আর্তেতার দল গোল করতে পারেনি। অপর পাশে পোর্তোও ছিল গোল শূন্য। খেলা তারপর গড়ায় এক্সট্রা সময়ে। সেখানেও ফলাফল পাওয়া যায়নি। শেষমেশ স্পট কিকে (ট্রাই বেকার) খেলা গড়ায়।

আর্তেতার শীর্ষরা স্পট কিকে প্রথম ৪ এ ৪ করে দেয়। তবে পোর্তো ২য় ও ৪র্থ শর্টে মিস করে বসে। সেখানেই আর্সেনাল ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয়। এবং ১৩ বছর পর আবারও আর্সেনাল ফাইনালে যায়গা করে নেয়।

, , , , , ,

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে