গোমেজকে অবৈধ ভাবে ডোপিং গ্রহনের কারনে দুই বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে।
অনেকে আবার ভাবতে পারেন ডোপিং কি? এটা আবার কি জিনিষ, যার জন্য ফুটবল খেয়ায় নিষেধাজ্ঞার কারন হবে? ডোপিং হচ্ছে প্রতিযোগিতা মূলক খোলাধুলায় প্রতারনার উপায় হিসাবে পারফর্মেন্স বর্ধনের জন্য যে ওষধের ব্যাবহার করা হয় সেটাই হচ্ছে ডোপিং। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সহ বেশিরভাগ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার দ্বারা এই ডোপিং ব্যাবহার সম্পূর্ণ রুপে নিষিদ্ধ এবং অনৈতিক।
এই ইতালিয়ান লিগেই বর্তমান বেশি বেশি অ্যান্টি-ডোপিং ব্যাবহারের চিএ সামনে আসছে। কিছু দিন আগেই পল পগবা আর এখন পাপু গোমেজ।
এই নতুন সিজনে সেভিলা থেকে একজন ফ্রি এজেন্ট হিসাবে ইতালিয়ান ক্লাব এসি মোনজাতে যোগ দেন পাপু গোমেজ। ২০২২ সালের নভেম্বরে বিশ্বকাপের আগে তার ডোপিং পরিক্ষা ইতিবাচক বলে যানা যায়। সেভিলা এবং এসি মোনজা এই দুই ক্লাবি তার ডোপিং ব্যাবহারের বিষয়ে অবগত ছিলো।
সামনে পাপু গোমেজের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার ছিলো রোমার বিরুদ্ধে। নিষিদ্ধ হতে হলো অনৈতিক ভাবে অ্যান্টি ডোপিং ব্যাবহারের জন্য। তার বর্তমান বয়স বর্তমান ৩৫ বছর।