ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড

ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

trent Alexander Arnold,ট্রেন্ড আলেক্সজেন্ডার আরনোল্ড,লিভারপুল,রিয়াল মাদ্রিদ,
আরনোল্ড তুমি কার? । ছবিঃ গেটি ইমেজ
                       

শীতকালীন দলবদল শুরু হওয়ার আগে থেকেই আলোচনায় ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে নিয়ে লিভারপুল ও রিয়াল মাদ্রিদের মধ্যে লড়াই চলছে। বিশেষ করে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দেওয়া প্রাথমিক প্রস্তাব ইতোমধ্যেই ফিরিয়ে দিয়েছে অল রেডরা। তবে এখানেই লড়াই থেমে থাকেনি। আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হতে যাওয়া এই ইংলিশ ডিফেন্ডারকে ধরে রাখতে নতুন কৌশল নিয়েছে লিভারপুল। ক্লাবটি তার জন্য বিশাল অঙ্কের একটি চুক্তি প্রস্তাব করেছে, যাতে আর্নল্ডকে নিজের শিবিরে ধরে রাখা যায়।

trent Alexander Arnold,ট্রেন্ট আলেক্সজেন্ডার আর্ন‌ল্ড,লিভারপুল,রিয়াল মাদ্রিদ,

আর্ন‌ল্ড তুমি কার? । ছবিঃ গেটি ইমেজ


ইংলিশ গণমাধ্যম মিরোর রিপোর্ট অনুযায়ী, লিভারপুল পাঁচ বছরের একটি নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে আর্নল্ডকে। এই চুক্তি অনুযায়ী, সপ্তাহে তিন লাখ পাউন্ড করে বেতন পাবেন তিনি। অর্থাৎ, চুক্তির মেয়াদে বেতন এবং বোনাসসহ ৭৮ মিলিয়ন পাউন্ড আয়ের সুযোগ পাবেন এই ডিফেন্ডার। এই প্রস্তাব লিভারপুলের ইতিহাসে অন্যতম বড় চুক্তি বলে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদও বসে নেই। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রিয়াল ফ্রি এজেন্ট হিসেবে আর্নল্ডকে দলে ভেড়াতে আগ্রহী। তারা তাকে সাইনিং বোনাস হিসেবে বড় অঙ্কের অর্থ দেওয়ার পরিকল্পনা করছে। এই কৌশলটা আগে কিলিয়ান এমবাপেকে দলে নেওয়ার সময়ও ব্যবহার করেছিল ক্লাবটি। এখন আর্নল্ডের ক্ষেত্রেও একই রকম পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে রিয়াল।

তবে পুরো ব্যাপারটা এখন নির্ভর করছে ২৭ বছর বয়সী ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর। লিভারপুল একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডার কি তার শৈশবের ক্লাবেই থেকে যাবেন, নাকি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে স্পেনের গ্যালাকটিকো শিবিরে যোগ দেবেন, তা জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।

আর্নল্ডের পাশাপাশি, লিভারপুলের আরও দুই অভিজ্ঞ ফুটবলার ভার্জিল ফন ডাইক ও মোহামেদ সালাহর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে, এই দুজনের জন্য এখনো কোনো নতুন চুক্তির প্রস্তাব দেয়নি লিভারপুল। তাই ক্লাবের ভক্তদের মনে তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

, , ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে