ঢাকার পূর্বাচলে ২০৩১ বিশ্বকাপকে মাথায় রেখে দেশের অন্যতম বৃহৎ স্টোডিয়ামটি নির্মাণাধীন ছিল এতদিন। যার নাম রাখা হয়েছিল শেখ হাসিনা স্টোডিয়াম। তবে শেখ হাসিনা নামে স্টোডিয়ামটি আর থাকছেনা। জুলাই,আগষ্টের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর ধমকে যায় এর কাজ। নতুনভাবে কাজ শুরুর আগে এসেছে নামেও পরিবর্তন। স্টোডিয়ামটির নতুন নামকরণ করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড বা এনসিজি।
শেখ হাসিনা নাম দিয়ে স্টেডিয়ামটির আকৃতি দেওয়া হয়েছিল নৌকার আদলে। ছবিঃ ক্রিফো
সোমবার বিসিবির ১৮তম বোর্ড সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত আসে। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতাকার রহমান মিঠু। সেখানেই নাম পরিবর্তন নিয়ে মুখ খুলেন পরিচালকগণ।
আরও পড়ুনঃ শান্তর বিদায়: বাংলাদেশ টি-টোয়েন্টিতে কার নেতৃত্বে এগোবে
রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নিয়েই ইঙ্গিত দিয়েছিলেন, বদলে যাবে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা। সেই পথে এগিয়েই প্রথমে বাতিল করা হয় দরপত্র, আর আজ পরিবর্তিত হলো স্টেডিয়ামের নামও।
সাবেক সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বাধীন বোর্ড সরকারের কাছ থেকে পূর্বাচলে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি পেয়েছিল শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের জন্য। মূল লক্ষ্য ছিল ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে অত্যাধুনিক এক ক্রিকেট ভেন্যু গড়ে তোলা।
নৌকার আদলে নির্মিত হওয়ার কথা ছিল ওই স্টেডিয়ামটি। ছবিঃ ক্রিফো
‘দ্য বোট’ নামে যে স্টেডিয়ামটি নৌকার আদলে নির্মাণের পরিকল্পনা ছিল, সেটিও বাতিল করা হয়েছে। দ্রুতই নতুন ডিজাইন অনুমোদনের অপেক্ষায়। মাঠের সঙ্গে পাঁচ তারকা হোটেল, সুইমিং পুল, জিম, প্যাভিলিয়ন ও আধুনিক মিডিয়া সেন্টারসহ বিশ্বমানের সুবিধাসম্পন্ন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা থাকলেও নতুন নকশায় সেগুলো থাকবে কি না, সেটিই এখন দেখার বিষয়।